<p>রাজধানীর যানজট সমস্যা সমাধানে পুলিশ ও বুয়েট বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। <br /> সোমবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।   </p> <p>এ সময় রাজধানীর ২ কোটি মানুষের জন্য ট্রাফিক সমস্যা সমাধানে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) দ্রুত ও কার্যকর সমাধান খুঁজতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘আমাদের যানজট দূর করতে হবে। দ্রুতই একটি সমাধান খুঁজে বের করতে হবে।’ </p> <p>এ সময় তিনি ট্রাফিক পুলিশকে যানজট সমাধানে পাইলট প্রকল্প নেওয়ারও নির্দেশ দেন। প্রাথমিকভাবে ২-৩টি মূল সড়কে ২ মিনিটের কম দূরত্বে বাসস্টপেজ না রাখা এবং পরবর্তীতে অন্য সড়কগুলোতেও একই পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। </p> <p>এ সময় বুয়েটের বিশেষজ্ঞদের শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে নিজস্ব পদ্ধতিতে অন্তত একটি এলাকায় এ সংকট সমাধানের উপায় বের করার তাগিদ দেন ড. ইউনূস। এ ছাড়া স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক সিগন্যাল পদ্ধতির ত্রুটি সারানোর ওপরও জোর দেন প্রধান উপদেষ্টা। </p> <p>বৈঠকে বুয়েটের অধ্যাপক এবং পরিবহন ও ট্রাফিক ব্যবস্থা বিশেষজ্ঞ মোয়াজ্জেম হোসেন একটি প্রেজেন্টেশন করেন। তিনি জানান, যানজটের কারণে শুধু রাজধানীতেই প্রতিবছর ৪০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে।    </p> <p>ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার খন্দকার নাজমুল হাসান জানান, সড়কে ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধির পর যানজট পরিস্থিতির উন্নতি হয়েছে। এ সপ্তাহের শেষে সড়কে ট্রাফিক পুলিশের সংখ্যা আরো বাড়বে। </p> <p>বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিস, বুয়েটের অধ্যাপক মো. হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ।</p>