<p>অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের সঙ্গে অর্থনৈতিক আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহেই এ আলোচনা শুরু হতে পারে বলে জানা যায়। </p> <p>আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে <a href="https://www.reuters.com/world/us-plans-economic-talks-with-bangladeshs-interim-leader-muhammad-yunus-ft-2024-09-10/">রয়টার্সের</a> এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।</p> <p>প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ও বাণিজ্য কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল বাংলাদেশের রাজস্ব, মুদ্রানীতি ও এর আর্থিক ব্যবস্থার পরিস্থিতি নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। আগামী শনি ও রবিবার (১৪ ও ১৫ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় এ আলোচনা অনুষ্ঠিত হবে। </p> <p>অবশ্য বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের কর্মকর্তারা বলেছেন, তারা এই সফর সম্পর্কে অবগত নন।</p> <p>আন্তর্জাতিক অর্থবিষয়ক মার্কিন ট্রেজারি সেক্রেটারি সহকারী ব্রেন্ট নেইম্যান বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করে, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ নিজের অর্থনৈতিক দুর্বলতা মোকাবেলা করতে পারবে এবং অব্যাহত প্রবৃদ্ধি ও বর্ধিত সমৃদ্ধির ভিত্তি তৈরি করতে পারবে। <br />  </p>