<p style="text-align:justify">নিত্যপণ্যের দাম কমাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেওয়া সাত দিনের আলটিমেটাম বাজারে এখনো কার্যকর হয়নি। গত ২১ আগস্ট সয়াবিন তেল প্রতি লিটার ১২০ টাকা, চিনি প্রতি কেজি ৯০ টাকা এবং আলুর দাম প্রতি কেজি ২৫ টাকায় নামানোর আলটিমেটাম দেওয়া হয়।</p> <p style="text-align:justify">বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সঙ্গে এক মতবিনিময়সভায় ব্যবসায়ীদের এই আলটিমেটাম দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা। রাজধানীর পরীবাগে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মেলনকক্ষে এই মতবিনিময়সভায় বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠানকে এই আলটিমেটাম দেন তিনি।</p> <p style="text-align:justify">গতকাল বৃহস্পতিবার সরকারের বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যে দেখা যায়, সয়াবিন তেল প্রতি লিটার (খোলা) ১৪৫ থেকে ১৫০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৪৫ থেকে ১৫২ টাকা। বোতলজাত সয়াবিন তেল এক লিটার ১৬৫ থেকে ১৬৭ টাকা, এক সপ্তাহ আগে ছিল ১৬৫ থেকে ১৬৭ টাকা। চিনি প্রতি কেজি বিক্রি হয়েছে ১২৫ থেকে ১৩০ টাকায়, এক সপ্তাহ আগে ছিল ১৩০ থেকে ১৩৫ টাকা। আলু বিক্রি হয়েছে ৫২ থেকে ৬০ টাকায়, এক সপ্তাহ আগে ছিল ৫০ থেকে ৫৫ টাকা।</p> <p style="text-align:justify">রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায়, প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকায়। অন্য পণ্যের দামও তেমন কমেনি। এতে চাঁদাবাজির হাতবদল এবং সরবরাহ লাইনে কৌশলে প্রতিবন্ধকতাকে দায়ী করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।</p> <p style="text-align:justify">এ ব্যাপারে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘বাজার তদারকির ফলে মূল্য কিছুটা স্থিতিশীল থাকলেও চাঁদাবাজির হাতবদল, আমদানি পণ্যে ঋণপত্র (এলসি) খুলতে না পারায় বাজারে দামের প্রভাব পড়েনি।’ তিনি বলেন, শুধু চাঁদাবাজি কমানো গেলে ভোগ্য পণ্যের দাম ১৫ থেকে ২০ শতাংশ কমবে।</p> <p style="text-align:justify">বৈঠকে ইয়ামিন মোল্লা সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে বলেন, যাঁরা দুর্নীতি করেছেন এবং যাঁরা চরমভাবে স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে কাজ করেছেন, তাঁদের আইনিভাবে শাস্তির আওতায় আনতে হবে।</p> <p style="text-align:justify">দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস ওঠার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা মানবিক হয়ে ব্যবসা পরিচালনা করবেন। এত দিন বাংলাদেশে যেভাবে সিন্ডিকেটের মাধ্যমে বিগত সরকারের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হয়েছিল, তাতে মানুষকে শোষণ করা হয়েছে।</p> <p style="text-align:justify">আমরা সেসব প্রতিষ্ঠানকে আহ্বান জানাব, আপনারা জনবান্ধব মূল্যবোধ ধারণ করে ব্যবসা করবেন। মানুষ যেন ডাল, ভাত ও ডিম খেতে পারে, সে ব্যবস্থা করবেন।’</p>