<p>সাইবার নিরাপত্তা আইনসহ সব গণবিরোধী আইন বাতিলের দাবি জানিয়েছে মুক্ত গণমাধ্যম ও ডিজিটাল অধিকার বিষয়ক সংগঠন মুক্ত প্রকাশ। সংগঠনের পক্ষ থেকে ওই সব আইনে হওয়া মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়েছে।</p> <p>আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি ড. সৈয়দা আইরিন জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিপোর্টার্স উইদআউট বর্ডারসের বাংলাদেশ প্রতিনিধি সালিম সামাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, লেখক ও গবেষক রেজাউর রহমান লেলিন, মানবাধিকারকর্মী ও আইনজীবী শারমিন খান, সাউথ এশিয়ান মিডিয়া সলিডারিটি নেটওয়ার্কের আহমেদ স্বপন মাহমুদ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের আহম্মদ উল্লাহ, গণমাধ্যম অধিকারকর্মী মাইনুল ইসলাম খান প্রমুখ।</p> <p>সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ড. সৈয়দা আইরিন জামান বলেন, ‘ওয়ারেন্ট ছাড়া পুলিশ গ্রেপ্তার করতে পারছে। সাংবাদিকরা হুমকি ও গুমের শিকার হচ্ছেন। অবিলম্বে আইসিটি অ্যাক্ট, ডিএসএ বা সিএসএ আইনে যে মামলাগুলো হয়েছে, সেগুলো খারিজ করতে হবে। কারণ এসব আইন অনৈতিক ও অসর্মথনযোগ্য। অন্তর্বর্তী সরকারকে দ্রুত এসংক্রান্ত নতুন অধ্যাদেশ জারি করতে হবে।’</p> <p>তিনি আরো বলেন, ‘সংবিধান ও মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক না হয় এবং সাংবাদিকদের পেশাগত কাজে বাধার সৃষ্টি না করে, এমন আইন করতে হবে। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এই আইন প্রণয়ন করতে হবে।’ এ ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞদের সহায়তা নেওয়ার প্রস্তাব করেন তিনি।</p> <p>নিরাপত্তার নামে হয়রানির ঘটনাই বেশি বলে দাবি করেন রিপোর্টার্স উইদআউট বর্ডারসের প্রতিনিধি সালিম সামাদ। তিনি বলেন, ‘এ পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে যত মামলা হয়েছে, তার অধিকাংশের একই রায়। শুধু আসামি পরিবর্তন হয়েছে। সরকারকে রক্ষা করতেই অতীতে এসব আইন করা হয়েছে। সাইবার সিকিউরিটি অ্যাক্টের ২১, ২৫ ও ২৮ নম্বর ধারা কোনোভাবেই সংশোধনযোগ্য নয়। তাই জনস্বার্থে এসব গণবিরোধী আইনের পুরোপুরি বাতিল করতে হবে।’</p> <p>সাংবাদিক নেতা খায়রুজ্জামান কামাল বলেন, ‘শত শত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। যে আইন গণমাধ্যমের পক্ষে না, বরং স্বাধীন মত প্রকাশের বিরোধী। আমরা সাংবাদিক কমিউনিটির পক্ষ থেকে তার বিরোধিতা জানাই।’ বিদ্যমান আইনগুলো বাতিল করে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের আহ্বান জানান তিনি।</p>