<p>রাজধানীর মতিঝিল বিআরটিসি বাস কাউন্টারের সামনে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জুন) মতিঝিল থানার পুলিশ তাকে উদ্ধার করে।</p> <p>মরদেহটি উদ্ধারের পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪টায় তাকে মৃত বলে ঘোষণা করেন। </p> <p>ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া জানিয়েছেন, মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।</p> <p>পুলিশের প্রাথমিক ধারণা, অসুস্থজনিত কারণে ওই ব্যক্তির মৃত্যু হতে পেরে। লোকটি ভবঘুরে প্রকৃতির। ফুটপাতেই থাকতেন তিনি।</p>