<p>অতিসম্প্রতি 'দৈনিক কালের কণ্ঠ' নামের একটি ফেসবুক পেজে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হচ্ছে। বিশেষ করে গতকালের (৩১ আগস্ট) একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘জোরপূর্বক পদত্যাগ করানোর সময় স্ট্রোক করা সেই অধ্যক্ষ নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন’। পোস্টটিতে রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টা নাগাদ দুই হাজার ৬০০ রিঅ্যাকশন, ৯৫৭টি কমেন্ট এবং তিন হাজার ১০০টি শেয়ার হয়েছে। </p> <div style="text-align:center"> <figure class="image" style="display:inline-block"><img alt="kaler kantho" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/09/01/my168/431052636_1231380918194658_4918668586359800678_n (2).jpg" width="600" /> <figcaption>এই পোস্টটি ছড়ানো হচ্ছে</figcaption> </figure> </div> <p>কালের কণ্ঠ স্পষ্টভাবে এই সতর্কবার্তা দিচ্ছে যে ‘দৈনিক কালের কণ্ঠ' নামের পেজটি মূলত কালের কণ্ঠ পরিচালনা করে না। কাজেই ওই পেজে প্রকাশিত কোনো পোস্ট কালের কণ্ঠ’র নয়। কালের কণ্ঠ’র ওয়েবসাইটে বা ভেরিফায়েড ফেসবুক পেজে এসংক্রান্ত কোনো খবর বা পোস্ট প্রকাশিত হয়নি। কে বা কারা এই ধরনের পেজ বা ওয়েবসাইট বানিয়ে সেখানে কালের কণ্ঠ’র নামে সংবাদ বা পোস্ট প্রকাশ করে পাঠকদের বিভ্রান্ত করছে, যার দায়ভার কালের কণ্ঠ’র ওপর বর্তায় না।  </p> <p>তাই দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় এই সংবাদমাধ্যমের প্রিয় পাঠকদের এ ধরনের পোস্টে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হচ্ছে।</p>