<p>রকমারি পোশাকের সঙ্গে ক্যানভাসের সাদা জুতা দেখতে বেশ ভালোই লাগে। কিন্তু এক বার পরলেই সাদা জুতা নোংরা হয়ে যায়। তার ওপর রাস্তার খানাখন্দের জমা পানিতে পা পরলে তো কথাই নেই। আজকের প্রতিবেদনে জানবেন কাদা মাখা শখের জুতাজোড়া পরিচ্ছন্ন করবেন যে ভাবে।</p> <p>১. প্রথমে জুতো পরিষ্কার করার ব্রাশ দিতে হালকা ঘষে ধুলো-ময়লা ঝেরে ফেলুন। তার পর হালকা গরম পানিতে তরল বা গুঁড়া সাবান মিশিয়ে একটি দাঁত মাজার ব্রাশের সাহায্যে জুতোর ময়লা অংশগুলো হালকা করে ঘষে নিন। এতেই ময়লা উঠে যাবে। তারপর একটি ভিজে কাপড়ের সাহায্যে সাবান পানি ও ময়লা মুছে নিন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভেজা জুতা দীর্ঘক্ষণ পরে আছেন, সংক্রমণ এড়াতে যা করবেন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/24/1724498039-ebd9ab370212bf47be02414422b811b8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভেজা জুতা দীর্ঘক্ষণ পরে আছেন, সংক্রমণ এড়াতে যা করবেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/08/24/1418246" target="_blank"> </a></div> </div> <p>২. লেবু পানি দিয়েও জুতার দাগ তোলা যায়। একটি বাটিতে পানি নিয়ে তাতে পাতিলেবুর রস মিশিয়ে নিতে হবে। সেই পানিতে ছোট্ট একটু কাপড় ডুবিয়ে জুতার দাগ মুছে নিতে পারেন। পাতিলেবুতে অ্যাসিড থাকে। সেই অ্যাসিডের জন্যই দ্রুত ময়লা পরিষ্কার হয়ে যায়।</p> <p>৩. এক কাপ হালকা গরম পানিতে ১ চামচ বেকিং সোডা ও ২ চামচ সাদা ভিনিগার মিশিয়ে নিন। মিশ্রণটি দাঁত মাজার ব্রাশের সাহায্যে ময়লা জায়গায় লাগিয়ে কিছুক্ষণ রেখে ঘষে নিলেও জুতো পরিষ্কার হয়ে যাবে। পুরো জুতায় পানি লাগানোর দরকারও হবে না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বর্ষায় সর্দি-কাশি ও গলা ব্যথা, উপকারে আসবে যে পানীয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/06/1725633036-9b0e8a4411c6066fefc41e6cdc770f25.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বর্ষায় সর্দি-কাশি ও গলা ব্যথা, উপকারে আসবে যে পানীয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/09/06/1422786" target="_blank"> </a></div> </div> <p>৪. জুতার ময়লা পরিষ্কার করতে ব্রাশের সাহায্যে মাজনও লাগিয়ে নিতে পারেন। নোংরা জায়গাগুলোতে মাজন লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর পরিষ্কার করে নিলেই জুতো ঝকঝকে হয়ে উঠবে।</p> <p>সূত্র : আনন্দবাজার</p>