<p>বর্ষাকালে ভেজা জামাকাপড় শুকানো নিয়ে চিন্তিত থাকেন প্রায় সবাই। বাইরে বৃষ্টিতে তো জামাকাপড় মেলা যাবে না। এদিকে ভেজা কাপড় ঠিক ভাবে না শুকোলেও দুর্গন্ধ বের হয়। সেজন্য অনেক বাড়িতে এই সময় ঘরেই দড়ি টাঙিয়ে দেওয়া হয়। পাখা চালিয়ে শুকানো হয় ভেজা জামাকাপড়। যুগ যুগ ধরে বর্ষাকালে এই পন্থা অবলম্বন করে আসছেন অনেকেই। তবে বহুকাল ধরে চলা এই অভ্যাসের কারণে ঘরের পরিবেশ স্যাঁতসেঁতে হয়ে যায়।</p> <p>এছাড়া প্রায় সবার বাড়িতেই ছোট বাচ্চা থাকে। এই পরিস্থিতিতে অনেক বাবা-মায়ের মনেই প্রশ্ন জাগে এতে সন্তানের কোনো ক্ষতি হবে কি না, হলে কী ভাবে সন্তানকে সুস্থ রাখা যাবে? আর এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের প্রতিবেদন। ঘরে ভেজা কাপড় শুকাতে দিলে কী ক্ষতি হতে পারে সন্তানের, সে বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞরা।</p> <p><strong>ফুসফুসের সংক্রমণ হতে পারে </strong></p> <p>বর্ষাকালে ঘরে জামাকাপড় শুকাতে দিলে দেওয়ালে ড্যাম্প ধরতে পারে। ঘরের পরিবেশ স্যাঁতসেঁতে হয়ে যায়। এমন অবস্থায় দেওয়ালে ছত্রাক বাসা বাঁধে। যার দরুন শিশুদের ফাঙ্গাল ইনফেকশন হতে পারে বলে সতর্ক করলেন শিশুরোগ বিশেষজ্ঞরা। বিশেষত, ফুসফুসের সংক্রমণ হওয়ার আশঙ্কা বাড়ে।</p> <p>চিকিৎসকদের মতে, অ্যালার্জি জনিত কারণে শ্বাসকষ্ট, হাঁপানিতে ভুগতে হয় ছোটদের। চিকিৎসার পরিভাষায় একে বলা হয় অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। যথাযথ চিকিৎসার মাধ্যমেই এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়।</p> <p><strong>বিপদসীমায় যেসব বাচ্চারা</strong></p> <p>বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে ঘরে এক বা দুই দিন ভেজা জামাকাপড় মেললে ক্ষতির আশঙ্কা থাকে না। কিন্তু দিনের পর দিন কোনো বদ্ধ ঘরে ভেজা জামাকাপড় শুকোলে সমস্যা হতে পারে।</p> <p>এক্ষেত্রে যেসব বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের নিয়েই বেশি ভয় রয়েছে। অর্থাৎ যেসব শিশুর কেমোথেরাপি বা নেফ্রোটিক সিন্ড্রোমের কারণে স্টেরয়েড চলছে, তাদের ক্ষেত্রে ফুসফুসের সংক্রমণ মারাত্মক আকার ধারণ করতে পারে। ফুসফুসে ফাঙ্গাল ইনফেকশনের জেরে তাদের নিউমোনিয়া হতে পারে।</p> <p><strong>দরজা জানালা বন্ধ রাখা</strong></p> <p>বর্ষাকালে এমনিতে অনেকের বাড়ির দেওয়াল ভেজা ভেজা লাগে। বাড়ির দেওয়াল জুড়ে কালো ছোপ ছোপ দাগও দেখা যায়। সেগুলো আসলে ছত্রাকের বাসা। এর ওপর বৃষ্টির কারণে দরজা-জানালা বন্ধ রাখেন অনেকেই। ঘরে রোদও ঢোকে না। এর মধ্যেই ঘরে ভেজা জামাকাপড় মেলা হয়। এসব মিলিয়ে ঘরের ভিতর স্যাঁতসেঁতে ভাব আরো বাড়ে। তখন ঘরে ছত্রাক বাসা বাঁধে। এর জেরেই শিশুদের মধ্যে সংক্রমণের প্রকোপ বাড়ে।</p> <p><strong>নিরাপদে রাখুন সন্তানদের</strong></p> <p>এই সময়ে সন্তানকে সুস্থ রাখতে হলে বাড়ির বারান্দায় ভেজা জামাকাপড় মেলতে হবে। পাশাপাশি খেয়াল রাখতে হবে যে ঘরে ভেজা জামাকাপড় রয়েছে সেখানে যেন শিশুকে দীর্ঘক্ষণ না রাখা হয়।</p> <p>বর্ষাকালে সন্তানকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে ঘরের আর্দ্রতাকেও নিয়ন্ত্রণে করতে হবে। সেক্ষেত্রে ঘরে ডিহিউমিডিফায়ার রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাতে ঘরের স্যাঁতসেঁতে ভাব অনেকটা কমবে। এছাড়া ঘরে রোদ উঠলেই জানালা দরজা খুলে দিতে হবে। পর্যাপ্ত রোদে ঘরের ভেজা ভেজা ভাব অনেকটাই দূর হবে। ফলে সন্তানও বাঁচবে সংক্রমণের হাত থেকে।</p> <p>সূত্র : এই সময়</p>