<p>জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান। চট্টগ্রামের এই অভিনেতার অভিনয় দেখে মুগ্ধ হননি এমন দর্শক কমই আছেন। ওটিটি থেকে সিনেমা সব খানেই তার প্রতিভার উপস্থিতি জানান দিয়েছেন তিনি। তার অভিনীত ‘বলি (দ্য রেসলার)’ সিনেমাটি বিদেশের মাটিতে পেয়েছে পুরস্কার। এই অভিনেতা প্রায়ই নানা বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। এবার তিনি লিখলেন ‘হাসি’ নিয়ে। আজ সকালে ফেসবুকে দেয়া এই পোস্ট অনেকেই পছন্দ করেছেন। শেয়ারও করেছেন।</p> <p>তিনি লেখেন, ‘জগৎ আপনার মত করে চলবে না, জগৎ চলবে তার নিজের নিয়মে। আশেপাশের ঘটে যাওয়া ঘটনায় নিজেকে ত্রাণকর্তা ভেবে অস্থির হয়ে থাকবেন না। সব সময় ভ্রু কুঁচকে রাখবেন না, চেহারা রাগি রাগি বা বেজার করে রাখবেন না; এতে নার্ভের উপর চাপ বাড়বে, নিজের চেহারা সুরত খারাপ হবে, শরীর খারাপ হবে। আপনার অস্থিরতা পরিবারের কিংবা কাছের লোকদের প্রভাবিত করে বেশি।’</p> <p>তিনি আরও লেখেন, ‘কখন ডাক আসে ঠিক নাই। সুতরাং হাসুন, প্রাণ খুলে হাসুন। না পাওয়া নিয়ে না ভেবে যা পেয়েছেন তা নিয়ে হাসিখুশি থাকুন। ‘‘যত হাসি তত কান্না, বলে গেছে টুইঙ্কেল খান্না’’ এসব কথা মাথা থেকে ঝেঁটিয়ে বিদায় করুন। ‘‘বেশি হাসা ভালো না’’ বলা লোকের কথা আমলে নিবেন না। তাঁরা নিজে হাসে না বা হাসতে পারে না অন্যকেও হাসতে দেয় না। আপনি যখন কষ্টে থাকেন তখন কি লোকে আপনার দিকে নজর দেয়? সুতরাং লোকের কথা ভাবার দরকার কি?’</p> <p>তিনি বলেন, ‘হাসুন, প্রাণ খুলে হাসুন। হাসির জন্য কোন উপলক্ষ লাগে না। আশেপাশের মানুষের বিরক্তির উদ্রেক না হয় মত করে হাসুন। যত হাসিখুশি থাকবেন তত আপনার চারিপাশে সুখের বাতাস বইবে, আশপাশের মানুষ হাসবে, প্রকৃতি হাসবে, পরিবারের লোকেরা হাসবে, হৃদয়ে প্রশান্তি অনুভব করবেন। দুঃখকষ্ট, জরা-ব্যাধি আপনাকে কাবু করতে পারবে না। শুধু স্মরণে রাখুন, আপনার হাসিতে যেন অন্যের প্রতি তাচ্ছিল্য প্রকাশ না পায়, আপনার হাসি যেন অন্যের মনঃকষ্টের কারণ না হয়। অন্যের দুঃখ দুর্দশায় হাসাহাসি করার মত মর্মান্তিক পাপ আর হতে পারে না। সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসিখুশি থাকুন।’</p>