<p>অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আরো তিন ব্যক্তিত্ব। উপদেষ্টা পরিষদে নতুন করে তিনজন যুক্ত হওয়ায় পুনর্বণ্টন করা হয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। এতদিন এই দায়িত্ব পালন করে আসছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।</p> <p>আজ রবিবার (১০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="উপদেষ্টাদের দায়িত্বে বড় রদবদল, কে কোন মন্ত্রণালয়ে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731254199-2819e292b44e171ab17f0cd0ccdf12c9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>উপদেষ্টাদের দায়িত্বে বড় রদবদল, কে কোন মন্ত্রণালয়ে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/10/1445077" target="_blank"> </a></div> </div> <p>এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন তিনজনকে উপদেষ্টা হিসেবে শপথ পাঠ করান।</p> <p>ফারুকীর সঙ্গে শপথ নেওয়া সেখ বশির উদ্দিন পেয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল ড. সালেহ উদ্দিনের কাঁধে। আর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। </p> <p>এদিকে উপদেষ্টা পরিষদে নতুন যুক্ত হওয়া মাহফুজ আলমকে এখনো কোনো দপ্তর দেওয়া হয়নি।</p>