<p>টিভি নাটকের পরিচিত মুখ আফরোজা হোসেন মারা গেছেন। আজ রোববার (১০ নভেম্বর) ভোর ৬ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আরেক অভিনেত্রী মনিরা আক্তার মিঠু।</p> <p>সামাজিক যোগাযোগ মাধ্যমে আফরোজা হোসেনের সঙ্গে তোলা ‍কিছু ছবি শেয়ার করে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। আজ ভোর ৬ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’</p> <p>এদিকে তার মৃত্যুতে অনেকেই শোক জানিয়েছেন বিনোদন মাধ্যমের অনেকেই। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘আমাদের আরও একজন প্রিয় সহকর্মী আমাদের ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তিনি আমাদের সঙ্গে অনেকদিন ধরে ছিলেন, আমাদের পথচলার এক সঙ্গী ছিলেন। তার শূন্যতা আমাদের হৃদয়ে অনুভব করব। তার পরিবারের জন্য গভীর সমবেদনা রইল। দয়া করে সবাই তাকে আপনার দোয়ায় স্মরণ রাখবেন।’</p> <p>উল্লেখ্য, আফরোজা হোসেন ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ ছিলেন। আফরোজা হোসেন তার ক্যারিয়ারের শুরুতে টেলিভিশন নাটক দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং পরে চলচ্চিত্রে কাজ শুরু করেন।</p> <p>তার অভিনয় দক্ষতা এবং চরিত্রে নিপুণতা তাকে জনপ্রিয়তা এনে দেয়। বিশেষ করে ১৯৯০-এর দশকে তার অভিনীত সিনেমাগুলি দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল।</p> <p>তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। আজ ভোরে তার লড়াই শেষ হয়।</p> <p> </p>