<p>নেটফ্লিক্সের হিট সিরিজ ‘এলিট’ খ্যাত স্প্যানিশ অভিনেতা জুলিয়ান উর্তেগা মারা গেছেন। গত ২৫ আগস্ট একটি সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৪১ বছর বয়স হয়েছিল এ অভিনেতার। ডেডলাইনের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।</p> <p>স্পেনের অভিনয়শিল্পীদের ন্যাশনাল ইউনিয়নের চলতি সপ্তাহের প্রতিবেদনে অভিনেতা জুলিয়ানের মৃত্যুর বিষয় নিশ্চিত করা হয়েছে। তাতে বলা হয়েছে, জুলিয়ানার মৃত্যুতে তার পরিবার, বন্ধু এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি আমরা।</p> <p>এদিকে স্প্যানিশ তারকার মৃত্যুর কারণ ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। প্রাথমিক প্রতিবেদনে সৈকতে ডুবে যাওয়ার কথা বলা হয়েছিল। তবে পরবর্তীতে জানানো হয়েছে যে, রবিবার সন্ধ্যায় বারবেট এলাকার জাহোরা সৈকত তীরে ভেঙে পড়েছিলেন তিনি। এছাড়াও বলা হয়েছে, অভিনেতা জুলিয়ানের হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পরে তাৎক্ষণিক প্যারামেডিকরা তার সুস্থ্যতায় চেষ্টা করতে থাকে। এ অবস্থায় প্রায় ৩০ মিনিট পর মৃত্যু হয় অভিনেতার।</p> <p>২০১৮ সালে ‘এলিট’ সিরিজে ছয়টি পর্বে উপস্থিত হয়েছিলেন অভিনেতা জুলিয়ান। যা ছিল নেটফ্লিক্সের সবচেয়ে প্রতিষ্ঠিত সিরিজগুলোর মধ্যে অন্যতম একটি। সিরিজটির অষ্টম ও শেষ পর্ব গত ২৬ জুলাই প্রিমিয়ার হয়েছে। এছাড়া অপরাধমূলক সিরিজ ‘ক্যারোন্ট’-এও অন্যবদ্য চরিত্রে দেখা গিয়েছিল তাকে। সিরিজটি অ্যামাজন প্রাইমে প্রিমিয়ার হয়েছিল। স্পেনের মাদ্রিদে ১৯৮৩ সালে স্পেন জুলিয়ান উর্তেগার।</p>