<p>ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসর মুখর হয়ে উঠলো বিশ্ব সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন অ্যাঞ্জেলিনা জোলির নামে। প্রয়াত অপেরা গায়িকা মারিয়া কালাসের বায়োপিক ‘মারিয়া’ নিয়ে ইতালির জলশহরে হাজির হয়েছেন তিনি। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।</p> <p>গতকাল (২৯ আগস্ট) ভেনিস লিদোতে উৎসবের প্রাণকেন্দ্র পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্র্যান্দে থিয়েটারে ‘মারিয়া’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। সিনেমাটি দেখে দর্শক ৮ মিনিট স্ট্যান্ডিং অভেশন জানিয়েছেন। জোলির চোখে তখন ফুটে ওঠে আনন্দ-অশ্রু।</p> <p>ভেনিসে ‘মারিয়া’র সংবাদ সম্মেলনে জোলি বলেন, ‘এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং চরিত্র। শুটিংয়ের সময় নিজেকে অন্য গ্রহের মতো লেগেছে, কারণ এবারই প্রথম আমাকে অভিনয়ের সময় গাইতে হয়েছে। আমি সত্যিই খুব নার্ভাস ছিলাম।’</p> <p>তিন বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির অ্যাঞ্জেলিনা জোলি। পাবলো লারেইনের ‘মারিয়া’ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের প্রশংসা পাচ্ছেন জোলি।</p> <p>আশা করা হচ্ছে, আগামী অস্কারে ‘মারিয়া’র সুবাদে ফেভারিট থাকবেন জোলি। ছবিটি তাকে ১৫ বছর পর অস্কারে সেরা অভিনেত্রীর দৌড়ে নিয়ে আসতে পারে। সর্বশেষ ২০০৯ সালে ক্লিন্ট ইস্টউড পরিচালিত ‘দ্য চেইঞ্জলিং’-এর জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে মনোনীত হন তিনি। ২০০০ সালে ‘গার্ল ইন্টারাপ্টেড’ সিনেমার সুবাদে সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় অস্কার জিতেছেন আমেরিকান এই তারকা।</p>