<p>ভারতের বর্ষীয়ান অভিনেত্রী আশা শর্মা আর নেই। রবিবার (২৫ আগস্ট) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তবে ঠিক কী কারণে অভিনেত্রীর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট জানা যায়নি।</p> <p>ভারতের সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকপ্রকাশ করে একটা পোস্ট শেয়ার করেন অভিনেত্রীর মৃত্যুর বিষয়ে।</p> <p>একতা কাপুরের ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকের বদৌলতে বেশ পরিচিত মুখ ছিলেন আশা। ‘কুমকুম ভাগ্য’ ছাড়াও ‘মান কি আওয়াজ প্রতিজ্ঞা’ এবং ‘এক অউর মহাভারত’-এর মতো টিভি শোতে অভিনয় করেছেন আষা। প্রায় ৪০ বছর টেলিভিশন দুনিয়ার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। একাধিক টেলি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। আশা শর্মাকে বেশিরভাগ সিরিয়াল ও সিনেমায় দাদি এবং মায়ের ভূমিকাতেই দেখা গেছে। অভিনেত্রীকে সর্বশেষ দেখা গিয়েছিল প্রভাস এবং কৃতি স্যাননের ‘আদিপুরুষ’ সিনেমায়।</p> <p>এছাড়াও ‘মুঝে কুছ কেহেনা হ্যায়’, ‘পেয়ার তো হোনা হি থা’ এবং ‘হাম তুমহারে হ্যায় সানাম’সহ বহু হিন্দি সিনেমায় অভিনয় করেছেন আশা শর্মা।</p>