<p>ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘আমাদের মূল কাজ হচ্ছে মানুষকে সেবা দেওয়া। এ দেশের মানুষের জন্য ইতিবাচক কাজ করে পুলিশের ভাবমূর্তি অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। সব কষ্ট ভুলে গিয়ে দেশের মানুষের জন্য কাজ করতে হবে।’</p> <p>শনিবার (৩০ নভেম্বর) সকালে মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) শহীদ এসআই শাহজাহান মিলনায়তনে আয়োজিত কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।</p> <p>ডিএমপি কমিশনার বলেন, ‘এ দেশ আপনার, আমার, সবার। সব কিছু ছেড়ে আমাদের চলে যাওয়ার সুযোগ নেই। আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে। এ দেশের মানুষকে সেবা দিতে হবে। তাই সব কষ্ট ভুলে গিয়ে এ দেশের মানুষের জন্য কাজ করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।’</p> <p>তিনি বলেন, মানুষের সেবায় প্রতিটি কাজই পেশাদারির সঙ্গে করতে হবে। প্রভাবমুক্ত থেকে পেশাদারির সঙ্গে কাজের মাধ্যমে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে ব্যাটারি রিকশাচালকরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/25/1732519335-ea30d07c62a62d002dd9570f94ab9e9b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে ব্যাটারি রিকশাচালকরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/25/1450431" target="_blank"> </a></div> </div> <p>কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ যেভাবে ভেঙে পড়েছিল সেখান থেকে পুলিশের পুনর্গঠন এবং আপনাদের দায়দায়িত্ব পালন করা সত্যিই দুরূহ কাজ ছিল। সেই পরিস্থিতি আস্তে আস্তে কাটিয়ে উঠতে পেরেছি। নিজেদের ও পুলিশ বাহিনীর স্বার্থে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। প্রত্যাশা থাকবে, আমরা যেন একসঙ্গে কাজ করে ডিএমপিকে আরো আধুনিক, গতিশীল ও জনগণের আস্থার জায়গায় পরিণত করতে পারি।’</p> <p>মিরপুরে অবস্থিত ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হতে, তাদের সুবিধা-অসুবিধা ও বিভিন্ন বিষয়ে কথা শুনতে এ কল্যাণ সভার আয়োজন করা হয়। কল্যাণ সভায় পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের সুনির্দিষ্ট কিছু বক্তব্য ডিএমপি কমিশনারের নিকট তুলে ধরেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডিএমপির ৬ কর্মকর্তাকে বদলি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/28/1732783795-cd098445ab3a168bda42df118c77516c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডিএমপির ৬ কর্মকর্তাকে বদলি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/11/28/1451582" target="_blank"> </a></div> </div> <p>কল্যাণ সভায় স্বাগত বক্তব্য দেন যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) খন্দকার ফরিদুল ইসলাম। এ ছাড়া সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p>