<p>যুবদল কর্মী পরিচয়ে দোকান দখল করতে গিয়ে আটক হয়েছেন আওয়ামী শ্রমিক লীগের এক নেতা। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা এলাকা থেকে তাকে আটক করে যুবদলের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। </p> <p>আটককৃত শ্রমিক লীগ নেতা হলেন সোহেল রানা। তিনি উত্তর সিটির ৯৯ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নিষেধাজ্ঞার আগেই দেশ ছাড়েন হাছান মাহমুদ, জানা গেল অবস্থান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/06/1725616381-da9ca8088150e71ab2dc1ab576cb6d9d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নিষেধাজ্ঞার আগেই দেশ ছাড়েন হাছান মাহমুদ, জানা গেল অবস্থান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/09/06/1422725" target="_blank"> </a></div> </div> <p>মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ জানান, রাত ৯টার দিকে আমার কাছে খবর আসে মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা এলাকায় এক লোক যুবদলের পরিচয়ে দোকান দখল করছে। সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়ে লোককে হাতেনাতে আটক করি। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে জানায়- ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি সুমন ঢালীর নির্দেশে সে যুবদলের পরিচয়ে দোকান দখল করতে আসছিল। এসময় সে সবার কাছে ক্ষমা প্রার্থনা করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।</p>