<p>দুই যুগ আগে ১৯৯৫ সালে বেহাত হওয়া দোকান বরাদ্দের মাধ্যমে পুনর্বাসন চেয়েছেন ফুলবাড়িয়া আদর্শ মার্কেটের ব্যবসায়ীরা। বুধবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।</p> <p>ফুলবাড়িয়া আদর্শ মার্কেট ক্ষতিগ্রস্ত দোকানদার কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ফুলবাড়িয়া আদর্শ মার্কেট ক্ষতিগ্রস্ত দোকানদার কল্যাণ সমবায় সমিতির নেতারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যেকোনো মার্কেটে দোকান বরাদ্দ দেওয়ার মাধ্যমে পুনর্বাসনের দাবি জানান।</p> <p>সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি সৈয়দ মুহাম্মদ সাইদ বলেন, ‘১৯৯৫ সালের ২৭ নভেম্বর বঙ্গবাজারসহ আমাদের আদর্শ মার্কেট আগুন লেগে পুড়ে যায়। পরে মার্কেট পুনর্নির্মাণ করে আমরা ব্যবসা শুরু করি। পরে আওয়ামী গুণ্ডা বাহিনী সন্ত্রাসী মহড়া দিয়ে মার্কেট ছাড়ার হুমকি দিয়ে যায়। আমরা মেয়র মো. হানিফকে স্মারকলিপি দিই। পরে সিটি করপোরেশনের ছত্রচ্ছায়ায় আমাদের আদর্শ মার্কেট দখল করে নেওয়া হয়। আমাদের দোকানে রক্ষিত মালামাল আত্মসাৎ করে। দখল, উচ্ছেদের বিরুদ্ধে আদালতে মামলায় জিতলেও মার্কেটের দখল বুঝে পাইনি। বিবাদীরা ও সিটি করপোরেশন হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন।’</p> <p>সৈয়দ মুহাম্মদ সাইদ বলেন, ‘আমরা প্রকৃত ক্ষতিগ্রস্ত দোকানদার হিসেবে দোকান বরাদ্দ পাওয়ার হকদার। আমাদের সিটি করপোরেশনের যেকোনো মার্কেটের ফ্লোর বরাদ্দ দিলে/পাইলে, ধার্যকৃত নির্মাণ ব্যয় পরিশোধ করব। আমরা আগেও ব্যবসায়ীরা মানববন্ধন করেছি। সংবাদ সম্মেলন শেষে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার জন্য যাব। স্মারকলিপি দেওয়ার পরেও যদি কাজ না হয়, তাহলে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেব।’</p> <p>ব্যবসায়ীরা বলেন, ‘আমরা মেয়র মো. হানিফের কাছে দোকান বরাদ্দ চেয়েছি, মেয়র সাঈদ খোকনের কাছেও আবেদন করেছিলাম। পরে মেয়র ফজলে নূর তাপসের কাছে চেয়েছি, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে পুনর্বাসন চেয়ে আবেদন করেছিলাম। সিটি করপোরেশনের বিভিন্ন মেয়ররা আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে আওয়ামী নেতাকর্মীদের ও নামে-বেনামে আত্মীয়-স্বজনদের দোকান বরাদ্দ দিয়েছেন। আমরা প্রকৃত ক্ষতিগ্রস্ত দোকানি হিসেবে দোকান বরাদ্দ পাওয়ার হকদার। আমরা সিটি করপোরেশনের যেকোনো মার্কেটের ফ্লোর বরাদ্দ পেলে ধার্য করা নির্মাণ ব্যয় পরিশোধ করব।’</p> <p>সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া আদর্শ মার্কেট ক্ষতিগ্রস্ত দোকানদার কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান, সহসভাপতি নাইম হাওলাদার প্রমুখ।</p>