<p>সম্প্রীতি রক্ষায় স্থানীয় পর্যায়ে ধর্মের শান্তির বাণী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, কোনো ধর্মই সহিংসতাকে সমর্থন করে না। মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে না। এক বা দুই শতাংশ মানুষ ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। </p> <p>শনিবার (৩০ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সার্ভিস ইমারজেন্সি ফর রুরাল পিপলের (সার্প) উদ্যোগে আয়োজিত একটি আন্তঃধর্মীয় সংলাপে এ সব কথা বলেন তারা।</p> <p>সার্পের নির্বাহী পরিচালক হিমাংসু চন্দ্র চন্দের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় সংলাপে বক্তৃতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা, কার্ক ইন এক্টি এর পোর্টফোলিও কোঅর্ডিনেটর ম্যাটিল্ডা টিনা বৈদ্য, ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো. খলিলুর রহমান, ঠাকুরগাঁও হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সত্যজিৎ কুন্ডু, ব্যাপ্টিস্ট চার্চের পাস্টর পিন্টু দাস, বৌদ্ধভিক্ষু সমানন্দ ভিক্ষু, রামকৃষ্ণ মিশনের পৃষ্টপোষক বাসুদেব ব্যানার্জি প্রমুখ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য সুজনের জামিন আবারও নামঞ্জুর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729151495-0331f1beab22fb6d25616fda3a99b07b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য সুজনের জামিন আবারও নামঞ্জুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/17/1436081" target="_blank"> </a></div> </div> <p>সংলাপে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা বলেন, সারাদেশে ধর্মীয় অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে। এ সমস্যা সমাধানে পরিবার থেকে সম্প্রীতির শিক্ষা দেওয়া প্রয়োজন। শিশুকে বিনীত, শ্রদ্ধা ও সহনশীলতার শিক্ষা দিতে পারলে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং জাতি এগিয়ে যাবে। </p> <p>ম্যাটিল্ডা টিনা বলেন, ‘দেশে মানুষের যে বৈচিত্র্য রয়েছে সেটিই আমাদের শক্তি। সকল ভেদাভেদ ভুলে আমাদের মানবিক হতে হবে। এ ধরনের কর্মসূচি ভুলভ্রান্তি দূর করে, সহনশীলতা বৃদ্ধি করে। এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে সরকার, স্থানীয় সংগঠনসহ সকলকে এগিয়ে আসতে হবে।’</p> <p>খতিব খলিলুর রহমান বলেন, পৃথিবীর সকল মানুষই এসেছে একই জায়গা থেকে। তাই বৈষম্য করার কোনো সুযোগ নেই। একটা সময় ছিল, যখন কেউ ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করতো না। সেই জায়গায় ফিরে যেতে সকলকে প্রকৃত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার। সংখ্যালঘু, সংখ্যাগুরু না বরং সকলকে বাংলাদেশের নাগরিক হিসেবে দেখতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ দেখতে চান তামিম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/24/1724488138-dafb1771795a526800294ed4ce11084d.jfif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ দেখতে চান তামিম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/08/24/1418208" target="_blank"> </a></div> </div> <p>সত্যজিৎ কুণ্ডু বলেন, রাজনীতিতে ধর্মের ব্যবহার শুরু হয়েছে, যা সম্প্রীতি বজায় রাখতে বাধার সৃষ্টি করছে। রাজনীতির মধ্য দিয়ে ধর্মীয় বিভেদ সৃষ্টি করা হয়েছে। সাধারণ জনগণকে যুক্ত করে আন্তঃধর্মীয় সংলাপগুলো প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়া জরুরি। </p> <p>সমানন্দ ভিক্ষু বলেন, মানবজাতির ধর্ম একটাই, কোনো ভেদাভেদ সৃষ্টি না করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নৈরাজ্য ও বিভেদ সৃষ্টি যেন না হয় সেজন্য সকলকে এগিয়ে আসতে হবে। ধর্ম, বর্ণ বিভাজন করলে শুধুই বিভাজন তৈরি হবে। বিগত দিনে কী হয়েছে সেটি বিবেচনা না নিয়ে বরং শিক্ষা নিয়ে সামনের দিকে যাওয়ার জন্য কাজ করতে হবে।</p>