<p>চট্টগ্রামের রাউজানে অপহৃত তিন যুবককে উদ্ধার করা হয়েছে। অপহরণের প্রায় ১৭ ঘণ্টা পর শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১টার দিকে শেখপাড়া এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।</p> <p>উদ্ধার হওয়া যুবকেরা হলেন নোয়াপাড়া শেখপাড়া এলাকার মানিকের ছেলে, বুটিকস ব্যবসায়ী মো. সাজ্জাদ (২৪), রাংগুনিয়া লিচু বাগান এলাকার মো. দুলালের ছেলে ইমাম হোসেন (২৭) ও একই এলাকার মৃত কামালের ছেলে লিচু বাগান সোহেল (২৫)।</p> <p>রাউজান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ বলেন, 'আমাদের বাড়িতে মেজবান উপলক্ষ্যে আমার পরিচিত ইমাম ও সোহেল এসেছিল। রাত ৮টার দিকে মেজবান খেতে শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দাঁড়ালে আমাকে একটি সিএনজিতে তুলে নেয় দুর্বৃত্তরা। এরপর আরো কয়েকটি সিএনজি করে সোহেল ও ইমামকে তুলে নিয়ে যায় তারা। </p> <p>তিনি আরো জানান, সন্ত্রাসীরা আমাদের কখনো বিলের মাঝখানে, কখনো গাছের সঙ্গে বেঁধে, আবার কখনো বদ্ধরুমে বেঁধে মারধর করে। শনিবার দুপুরে চৌধুরী হাটসংলগ্ন মুসলিম হাইস্কুলের পাশে তিনজন বয়স্ক লোক দিয়ে আমাদের পুলিশের হাতে হস্তান্তর করা হয়। এরপর আমরা পুলিশের কাছে মুক্ত হই। </p> <p>সাজ্জাদের দাবি, তার বাবা বিএনপির কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খোন্দকার গ্রুপের সঙ্গে জড়িত। এ কারণে তাকে এবং তার পরিচিত বন্ধুদের অপহরণ করেছে এবং অপহরণকারীরা আমাকে অস্ত্র ধরে বিভিন্ন মিথ্যা স্বীকারোক্তি দিতে চেয়েছিল। </p> <p>সাজ্জাদের মা শামসুন্নাহার বলেন, 'ছেলের বাবার কাছে মুক্তিপণের টাকা দাবি করেছিল। পুলিশ ও এলাকাবাসীর তৎপরতায় তাদের উদ্ধার করা হয়েছে।</p> <p>রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, 'স্থানীয় বিভিন্ন মাধ্যমে অপহরণের কথা শুনে সারারাত উদ্ধারে অভিযান চালায় পুলিশ। পরে শনিবার দুপুরে তাদের চৌধুরী হাট এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে অপহৃতরা অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। </p>