<p>সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে একটি পর্যটনবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে টিলা থেকে নিচের খাদে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে জাফলংয়ের বিজিবি ক্যাম্পের পাশে এ ঘটনা ঘটে।</p> <p>স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নগর এক্সপ্রেসের একটি মিনিবাস ২৩ জন যাত্রী নিয়ে সিলেটের ভাতালিয়া বড়বাড়ি থেকে জাফলংয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাসটি জাফলং বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে গাড়ি পার্কিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উঁচু পাহাড়ি টিলা থেকে যাত্রীসহ আনুমানিক ১০ মিটার নিচে পড়ে যায়। যাত্রীদের মধ্যে একজন হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন, একজন অজ্ঞান ও কয়েকজন হালকা চোট পেয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। </p> <p>দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী রাকিবুল হাসান রাকিব বলেন, ‘আমরা সিলেট নগরের ভাতালিয়া থেকে এসেছিলাম ঘুরতে। এখানে আসার পর চালক পার্কিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। আলহামদুলিল্লাহ তেমন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অনেক বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/18/1731938343-8cda81fc7ad906927144235dda5fdf15.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/18/1448079" target="_blank"> </a></div> </div> <p>জাফলং টুরিস্ট পুলিশের পরিদর্শক মো. শাহাদাৎ হোসেন বলেন, বাসে থাকা যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। বাসে থাকা কয়েকজন হালকা আঘাত পেয়েছেন। </p>