<p>শেরপুরের খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারে (মুর্শিদপুর পীরের দরবার) হামলা করে মসজিদ ভেঙেছেন পীরবিরোধীরা। সেই সঙ্গে পাখিদের অভয়ারণ্যও ধ্বংস করেছেন তারা। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন প্রকৃতিপ্রেমীরা।</p> <p>একসময় দেশি-বিদেশি পাখিদের উচ্ছ্বাস এবং প্রকৃতির ছোঁয়া পেতে মুর্শিদপুরে ছুটে যেত দেশের নানা স্থানের মানুষ। সেই জায়গাটি আজ যেন ধ্বংসস্তূপ।</p> <p>নগরায়ণের ফলে দিন দিন নীড় হারানো পাখিরা যখন প্রায় দিশাহারা ও ছন্নছাড়া ঠিক তখন দরবার শরিফে পাখিদের জন্য নিরাপদ অভয়ারণ্য সূচনা করে দরবার কর্তৃপক্ষ। অল্প সময়েই স্থানটি ধর্ম তীর্থের পাশাপাশি পরিণত হয় এক পর্যটনকেন্দ্রে। তবে ২৬ নভেম্বর দরবারটিতে হামলা করে একটি মহল। এই ঘটনায় একজন নিহতও হয়েছে। </p> <p>সব মিলিয়ে পরিস্থিতি আরো ভয়াবহ হলে বৃহস্পতিবার দ্বিতীয়বারের মত হামলা হয় দরবারটিতে। এমনকি আগুন ধরিয়ে দেওয়াসহ ভাঙচুর করা হয় মসজিদে রাহমাতাল্লিল আলামিন নামের মসজিদটিও। পাশাপাশি সেই দরবারের খামারে থাকা গবাদি পশুসহ নানা সম্পদ লুট করেছে তারা। </p> <p>শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম জানান, এ ঘটনায় দরবারের তরফ থেকে অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে সাতজনকে আটক করা হয়েছে।</p> <p>প্রাকৃতিক পরিবেশ ও প্রাণীদের ক্ষয়ক্ষতি করায় ক্ষোভ জানিয়েছে নানা প্রাণীপ্রেমী মহল। এদিকে মসজিদ ভাঙাসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় শুক্রবার লং মার্চের আয়োজন করে আহলে সুন্নত ওয়াল জামাতের আলেমরা। সেখানে প্রায় কয়েক লাখ লোক জড়ো হলে প্রশাসনের অনুরোধে লং মার্চ স্থগিত করা হয়।</p>