<p>বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে জাত-পাত, ধর্ম-বর্ণ-নির্বিশেষে শিশু, তরুণ, বৃদ্ধ সবাই অংশ নিয়েছে। তারা গুলির সামনে রাস্তায় এসে দাঁড়িয়েছিল মুক্তির জন্য। সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা জাতীয় বীর। তাদের জন্য আমরা গর্বিত।’</p> <p>তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানে নির্দিষ্ট কোনো দল, ধর্মের লোক অংশ নেয়নি। সেই সময় এক অভূতপূর্ব জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল। সেই ঐক্য ধরে রেখে দেশ গড়তে হবে। কেউ যেন এই ঐক্য নষ্ট করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা জাতপাত, ধর্ম বৈষম্য দেখতে চাই না।’</p> <p>শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় যশোর শহরের চাঁচড়ায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাজধানীতে আওয়ামী লীগের ৫ নেত্রী গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/29/1732888303-3665ec790f77d363e0d460c02cc3d68f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাজধানীতে আওয়ামী লীগের ৫ নেত্রী গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/11/29/1452012" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, ‘যারা একনাগাড়ে ১৫ বছরের শাসনামলে লুণ্ঠন, হত্যা, গুম করেছেন, আমরা তাদের ক্ষমা করব না। অধ্যাপক গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদীকে তারা হত্যা করেছে। দেশপ্রেমিকদের রুখতে তারা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। কিন্তু স্বয়ং আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করুন।’ </p> <p>‘অভ্যুত্থানের পর আমাদের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি’ মন্তব্য করে তিনি কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কারও গায়ে হাত তুলবেন না। আমরা আত্মত্যাগ করতে জানি। সবাই আমরা আবু সাঈদ।’</p> <p>বক্তৃতা শেষে জামায়াত আমির যশোরে নিহত আমিনুল ইসলাম সজলের সন্তানকে বুকে জড়িয়ে ধরেন। সম্প্রতি জামায়াত কর্মী সজল দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যশোরে বিএনপির সমাবেশ ঘিরে বোমাবাজি-সংঘর্ষ, আহত ৭" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/26/1732628692-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যশোরে বিএনপির সমাবেশ ঘিরে বোমাবাজি-সংঘর্ষ, আহত ৭</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/26/1450916" target="_blank"> </a></div> </div> <p>পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল। অন্যদের মধ্যে বক্তৃতা করেন দলের নেতা গাজী এনামুল হক, অধ্যাপক গোলাম রসুল, আবু জাফর প্রমুখ।</p> <p>এদিন রাতেই ডা. শফিকুর রহমান যশোরের ঝিকরগাছা ও নাভারনে পৃথক দুটি পথসভায় বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। শনিবার তিনি সাতক্ষীরায় দলীয় কর্মসূচিতে যোগ দেবেন।</p>