<p>রংপুর নগরীর গণেশপুরের এক মাদরাসা থেকে উদ্ধার করা শিক্ষার্থীকে বলাৎকারের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ময়নাতদন্ত শেষে ওই শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।</p> <p>এর আগে শুক্রবার দুপুরে নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। <span style="font-size:1.25rem">এ ঘটনায় মাদরাসার এক শিক্ষক ও এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।</span></p> <p>এ ঘটনায় শুক্রবার বিকেলে নিহত মাদরাসাছাত্রের বাবা বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের নামে একটি হত্যা মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপ- পুলিশ পরিদর্শক মো. মোস্তাফিজার রহমান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রংপুরে সিন্ডিকেটের দখলে আলু, উদ্বৃত্ত ১৪ লাখ টন গেল কোথায়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/29/1732859597-b37ac6ab253d1c5c120a37f52a4c7339.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রংপুরে সিন্ডিকেটের দখলে আলু, উদ্বৃত্ত ১৪ লাখ টন গেল কোথায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/29/1451909" target="_blank"> </a></div> </div> <p>পুলিশের ধারণা, তাকে বলাৎকারের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শরীর ও পোশাকে সেই আলামতও রয়েছে।</p> <p>উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মাগরিবের নামাজ-পরবর্তী ক্লাস শুরুর পর ওই ছাত্রকে দেখতে না পেয়ে সবাই মিলে তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে এক শিক্ষক তাকে মাদরাসার সদ্য নির্মিত তৃতীয় তলার পরিত্যক্ত রুমে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>শিশুটির বাবা জানান, মাত্র তিন সপ্তাহ আগে শিশুটিকে মাদরাসাটির লিল্লাহ বোর্ডিংয়ে ভর্তি করানো হয়। গতকাল সন্ধ্যা ৭টার দিকে মাদরাসার এক শিক্ষক তাকে ফোন করে শিশুর অসুস্থতার খবর জানান। সেই সঙ্গে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানানো হয়। কিন্তু তিনিসহ তার পরিবারের লোকজন মাদরাসায় গেলে বিষয়টি নিয়ে টালবাহানা করতে থাকে কর্তৃপক্ষ। পরে মাদরাসা কমিটির লোকজন তার ছেলের মৃত্যু হয়েছে বলে জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রংপুর-ঢাকা মহাসড়ক : ৪ বছরের কাজ ৮ বছরেও শেষ হয়নি, বেড়েই চলছে ব্যয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/28/1732772942-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রংপুর-ঢাকা মহাসড়ক : ৪ বছরের কাজ ৮ বছরেও শেষ হয়নি, বেড়েই চলছে ব্যয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/28/1451540" target="_blank"> </a></div> </div> <p>নিহত মাদরাসাছাত্রের চাচা বলেন, ‘মাদরাসা থেকে মোবাইল ফোনে জানানো হয় সে অসুস্থ। মাদরাসায় গিয়ে শুনি ভাতিজা মারা গেছে। বিষয়টি খুবই মর্মান্তিক। সে আমাদের আদরের সন্তান।’</p> <p>রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনে আমরা রিমান্ড আবেদন করব।’</p>