<p style="text-align:justify">কুমিল্লার হোমনায় খাবার দিতে দেরি হওয়ায় সেনোয়ারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে সৎ ছেলের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা শ্রীনগর গ্রামে এই ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">নিহত সেনোয়ারা বেগম শ্রীনগর গ্রামের আবুল কাশেমের স্ত্রী। ঘটনার পর রাতে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ছেলে মোফাজ্জল হোসেন বেনু মিয়াকে (৩৭) আটক করেছে। আজ শুক্রবার তাকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। নিহত বৃদ্ধাকে ময়নাতদন্তের পর দাফন করা হয়।</p> <p style="text-align:justify">এলাকাবাসী জানায়, উপজেলার চাঁন্দেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের আবুল কাশেমের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ২০০৯ সালে বিয়ে করেন বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর গ্রামের সেনোয়ারা বেগমকে। তিনি নিঃসন্তান। আবুল কাশেমের প্রথম স্ত্রীর ঘরে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।</p> <p style="text-align:justify">জানা যায়, সৎ ছেলে মোফাজ্জল হোসেন বেনু মাকে দুপুরের খাবার দিতে বলে, এ সময় মা একটু অপেক্ষা করতে বললে দুজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে মোফাজ্জল হোসেন বেনু মিয়া লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। তাকে প্রথমে পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকা নেওয়ার পথে রাত ১০টার দিকে সোনারগাঁ উপজেলার মেঘনা সেতু এলাকায় তিনি মারা যাযন। পরে স্বজনরা লাশ হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।</p> <p style="text-align:justify">নিহতের সৎ বড় ছেলের স্ত্রী হ্যাপি আক্তার বলেন, ‘বিকেলে হঠাৎ করে চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পাই। এ সময় কয়েকজন এসে আমার দেবরকে শান্ত করার চেষ্টা করে। আমার শাশুড়ির অবস্থা খারাপ হওয়ায় আমরা রামচন্দ্রপুরে একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা নিয়ে যাওয়ার পথে মেঘনা সেতুতে পৌঁছালে তিনি মারা যান।’</p> <p style="text-align:justify">নিহতের বড় বোনের ছেলে কবির হোসেন বলেন, ‘ঢাকা যাওয়ার পথে মেঘনা সেতু এলাকায় গেলে খালা মারা যান। পরে আমরা খালাকে নিয়ে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে আমার খালাকে মৃত্যু ঘোষণা করে। শুনেছি বিকেলে আমার খালাকে তার সৎ ছেলে মোফাজ্জল হোসেন বেনু মিয়া পিটিয়ে হাত-পা ভেঙে ফেলে।’ এ ঘটনায় নিহতের সৎ ছেলের বউ হোসনে আরা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।</p> <p style="text-align:justify">হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলাম জানান, বৃদ্ধার নিহতের ঘটনা খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তার ছেলে মোফাজ্জল হোসেন বেনু মিয়াকে রাতে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক মানসিকভাবে অসুস্থ।</p>