<p>জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে পিস্তল ও ছুরি নিয়ে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় হাসপাতালে দুই কর্মীকে মারধর এবং হাসপাতালের অভ্যর্থনা ডেস্ক, প্রবেশপথের দরজা ও কাউন্টারসহ আসবাবপত্র ভাঙচুরের করে তারা। পরে ওই দুর্বৃত্তরা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা করে।</p> <p>শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১টা দিকে শহরের সরদারপাড়া এলাকায় বেসরকারি এম এ রশিদ হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় একটি মামলা করেছে।</p> <p>হাসপাতাল সূত্র জানায়, রাতে একদল দুর্বৃত্ত একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে আগ্নেয়াস্ত্র দিয়ে হাসপাতালে ঢুকে ভাঙচুর করে কর্মচারীদের মারধর করে।</p> <p>শহরের স্টেশন বাজারের স্থানীয়রা জানান, জেলা বিএনপির দলীয় কার্যালয়ের মামলা করে কার্যালয় ভাঙার চেষ্টা করে এক দল দুর্বৃত্ত। পরে ওপরের দিকে গুলি করে চলে যায় তারা।</p> <p>হাসপাতালে পরিচালক ডা. মিজানুর রহমান বলেন, হাসপাতালের নিরাপত্তাকর্মীদের মারধর ও গ্লাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ভেতরের দরজা ভেঙে ফেলেছে তারা। একজন পিস্তল নিয়ে আমাদেরকে হুমকি দিয়েছে। </p> <p>জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, হাসপাতালে কোনো কারণ ছাড়াই হামলা ও ভাঙচুর করা হয়েছে। হাসপাতালে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনও করা হয়েছে। পরে অস্ত্রধারীরা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে অস্ত্র প্রদর্শন ও দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে।</p> <p>জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, এই ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যেই তাদেরকে গ্রেপ্তার করা হবে।</p>