<p>মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও ভয়াবহ বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ১০টা থেকে টেকনাফ সীমান্তের ওপারে বিমান হামলা ও বোমা বিস্ফোরণের শব্দে এপারের মানুষের ঘরবাড়িও কেঁপে উঠেছে বলে জানা গেছে।</p> <p>এর আগে গত বুধবার (২৭ নভেম্বর) ভোরেও এ রকম বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাখাইন রাজ্যের মংডু শহর ও দক্ষিণের এলাকাগুলোতে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সম্ভাব্য লক্ষ্যবস্তুতে এসব হামলা পরিচালনা করছেন জান্তা সমর্থিত বাহিনী।</p> <p>শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুল আমিন বলেন, ‘মিয়ানমারে রাখাইনের চলমান পরিস্থিতিতে আমরা খুবই উদ্বিগ্ন। প্রতিনিয়ত রাতে ও ভোরে বোমা বিস্ফোরণের ভয়ঙ্কর শব্দে আমাদের বাড়িঘর তো কাঁপছেই, পাশাপাশি আমাদের বাচ্চারা খুব আতঙ্কিত হচ্ছে। যখন বোমা বিস্ফোরণ হয় তখন বাচ্চারা ভয়ে আমাদের জড়িয়ে ধরে কান্নাকাটি করে। খুব ভয় হচ্ছে বাচ্চাদের জন্য।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গভীর রাতে বাসে আগুন, ঘুমিয়ে থাকা হেলপারের মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/29/1732856997-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গভীর রাতে বাসে আগুন, ঘুমিয়ে থাকা হেলপারের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/29/1451899" target="_blank"> </a></div> </div> <p>সাবরাং নয়াপাড়া গ্রামের বাসিন্দা আবুল হাশিম বলেন, ‘রাতে রাখাইনে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণের শব্দে শুনেছি। এ সময় রাখাইনের আকাশে বিমানের শব্দও শোনা যায়। ভোররাত পর্যন্ত এসব শব্দে আমাদের ঘরবাড়ি কেঁপেছে। এ ছাড়া দিনের বিভিন্ন সময়ে এ ধরনের বিকট শব্দ শোনা গেছে।’</p> <p>সাবরাং ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুস সালাম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাতে সীমান্তের লোকজন মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের বিকট শব্দ শুনেছেন। এ সময় আকাশে বিমান ওড়ার শব্দ শোনা যায়। নাফনদের সীমান্তে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাঙামাটিতে পুণ্যার্থীবাহী বাস উল্টে আহত অন্তত ২০" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/29/1732861733-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাঙামাটিতে পুণ্যার্থীবাহী বাস উল্টে আহত অন্তত ২০</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/29/1451915" target="_blank"> </a></div> </div> <p>রাখাইনের মংডু শহরে খোঁজ নিয়ে জানা গেছে, মংডু শহরের দক্ষিণের এলাকা গুলোর দখল নিতে চেষ্টা চালাচ্ছে আরাকান আর্মি। বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণও নিয়েছে তারা। নিজেদের নিয়ন্ত্রণ টিকিয়ে রাখতে প্রতিপক্ষকে লক্ষ্য করে বোমা, মর্টার শেল হামলাসহ সব ধরনের আক্রমণ করে যাচ্ছে জান্তা সমর্থিত বাহিনী।</p>