<p>পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে টিএসপি, পটাশসহ বিভিন্ন সার বিক্রির অভিযোগে মেসার্স নুরনবী মজুমদার ট্রেডার্স নামের এক সার ডিলার প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে সার বেচাকেনায় জড়িত থাকায় আল মামুন নামের এক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই সার ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে বলেও জানিয়েছে প্রশাসন।</p> <p>গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে অভিযানে অবৈধভাবে সার বিক্রির প্রমাণ মেলায় তাদের এই অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গভীর রাতে বাসে আগুন, ঘুমিয়ে থাকা হেলপারের মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/29/1732856997-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গভীর রাতে বাসে আগুন, ঘুমিয়ে থাকা হেলপারের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/29/1451899" target="_blank"> </a></div> </div> <p>উপজেলা প্রশাসন জানায়, কয়েক দিন ধরে সেনাবাহিনীর সদস্যরা অবৈধ সার বিক্রি চক্রকে ধরতে কাজ করছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বোদা উপজেলার নাসির মণ্ডল হাটে অবৈধভাবে সার বিক্রির সময় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে আল মামুন নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বোদা উপজেলা সদরে নুরনবী মজুমদার নামের এক সার ডিলারের গুদামে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা আল মামুনের সঙ্গে নুরনবী মজুমদারের লাখ লাখ টাকার সার বিক্রি ও টাকা লেনদেনের প্রমাণ পায়। পরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স নুরনবী মজুমদার ট্রেডার্সের ম্যানেজার আইয়ুব আলীকে দুই লাখ টাকা জরিমানা ও আল মামুনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মারপিটে অবসরপ্রাপ্ত আনসার সদস্যের মৃত্যুর অভিযোগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/29/1732855624-869fbf290721bc80eeaa9d4bf407fc0c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মারপিটে অবসরপ্রাপ্ত আনসার সদস্যের মৃত্যুর অভিযোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/29/1451894" target="_blank"> </a></div> </div> <p>বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন, ‘আল মামুন পেশায় অটোচালক। তিনি নুরনবী মজুমদারের কাছ থেকে সার নিয়ে বিভিন্ন ছোট ব্যবসায়ী ও কৃষকদের কাছে চড়া দরে বিক্রি করতেন। প্রথমে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে নুরনবী মজুমদারের গুদামে অভিযান চালানো হয়। সেখানে রেজিস্টার নয় এমন একটি খাতায় আল মামুনের নামে ১০-১২ লাখ টাকা করে সার বেচাকেনার প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিক ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা ও আল মামুনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে নুরনবী মজুমদার ট্রেডার্সের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’</p>