<p>খুলনার সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে মশার কয়েল থেকে বাসে আগুন লেগে মো. শরিফ (১৮) নামের এক হেলপার অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। তিনি খুলনা-ঢাকা রুটের সুন্দরবন পরিবহনের হেলপার ছিল।</p> <p>বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শরিফ মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকার বাসিন্দা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মারপিটে অবসরপ্রাপ্ত আনসার সদস্যের মৃত্যুর অভিযোগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/29/1732855624-869fbf290721bc80eeaa9d4bf407fc0c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মারপিটে অবসরপ্রাপ্ত আনসার সদস্যের মৃত্যুর অভিযোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/29/1451894" target="_blank"> </a></div> </div> <p>জানা যায়, সুন্দরবন পরিবহনের বাসটি গতকাল বৃহস্পতিবার রাতে সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে রেখে হেলপার শরিফ মশার কয়েল জ্বেলে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে কয়েল থেকে বাসে আগুন লেগে যায়। এ সময় অগ্নিদগ্ধ হন তিনি। আশপাশের লোকজন আগুন দেখে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে শরিফের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে।</p>