<p>ঝিনাইদহের মহেশপুরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মারপিটে মোশাররফ আলী (৫০) নামের এক অবসরপ্রাপ্ত আনসার সদস্যের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে চিকিৎসক বলছেন, নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল।</p> <p>গতকাল বুধবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভৈরবা এলাকার বাগানমাঠ গ্রামে তার বাড়িতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাকে আটক করে। মোশাররফ আলী উপজেলার বাগানমাঠ গ্রামের বাসিন্দা। তিনি আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে।</p> <p>নিহতের বাবা ইউনুস আলী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা লাঠি দিয়ে আমার ছেলেকে মারপিট করতে থাকে। সে সময় আমার ছেলে হাউমাউ করে কাঁদছিল। মারতে মারতে তাদের হাতের লাঠিও ভেঙে যায়। পরে আমার আহত ছেলেকে তারা নিয়ে যায়। তাকে তিনি থেকে চারজন গাড়িতে তোলে। রাতেই জানতে পারি, আমার ছেলে মারা গেছে।’</p> <p>মহেশপুর উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত কালের কণ্ঠকে বলেন, ‘বুধবার দিবাগত রাত ২টায় মোশাররফকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। তার পা থেকে কোমর পর্যন্ত আঘাতের চিহ্ন ছিল।’</p> <p>এ বিষয়ে জানতে ঝিনাইদহ সেনা ক্যাম্পের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।</p>