<p>সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে জগন্নাথপুর থানায় এ মামলা করেন।</p> <p>মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে। এছাড়া জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনসহ ৪৯ জনকে আসামি করা হয়েছে। এদের বেশিরভাগই আওয়ামী লীগের পদধারী। কেউ কেউ দলের সক্রিয় কর্মী বলেও জানিয়েছেন বাদী।</p> <p>মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ‘৫ আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বেশিরভাগই গা ডাকা দিয়েছেন। এরপরেও ইউনিয়নের কিছু সংখ্যক আওয়ামী লীগ নেতা ও উপজেলা পর্যায়ের নেতা রেজাউল করিম রিজু, আব্দুল কাইয়ুম মশাহিদ, আবুল হোসেন লালন, বাবুল, আব্দুল আহাদ দোলন, মহিউদ্দিন সেলিম, সাজ্জাদ খান ও ফজলুল হকসহ অনেকে প্রতিদিন বাজারে বসে থাকেন। এরা আমাকে ও আমার দলের নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। বাজারে মাঝেমধ্যে ছোটখাটো ঝটিকা মিছিলও করেন তারা। সম্প্রতি বিভিন্ন দোকানে বসে তারা মিরপুর বিএনপি কার্যালয় জ্বালিয়ে দেওয়ার পরামর্শও করেছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই গেল ১৭ নভেম্বর রাতে বিএনপি অফিস এবং আমার ব্যক্তিগত কার্যালয় পুড়িয়ে দেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/18/1731931432-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/18/1448041" target="_blank"> </a></div> </div> <p>এর আগে অফিসের ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নেওয়ারও অভিযোগ করেন মামলার বাদী ওই বিএনপি নেতা। এছাড়া অগ্নিকাণ্ডে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি উল্লেখ করেন তিনি।</p> <p>মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কাদির বলেন, ‘এটি একটি সাজানো মিথ্যা মামলা। বিএনপি নেতারা নিজেরা অগ্নিসংযোগ করে আমাদের নেতা কর্মীদের হয়রানি করে রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করছে।’</p> <p>এদিকে মামলার ১ নম্বর সাক্ষী মিরপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিক উদ্দিন তার ফেসবুক পোস্টে বলেন, ‘মামলা দায়ের সম্পর্কে আমার জানা নেই। আমাকে না জানিয়ে উক্ত মামলায় সাক্ষী করায় আমি রীতিমতো অবাক হয়েছি। এতে আমাকে ভুল বুঝে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ করছি।’</p> <p>মিরপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিক উদ্দিন জানান, ‘আমাকে মামলার প্রথম সাক্ষী করা হয়েছে। অথচ এ বিষয়ে আমি কিছুই জানি না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চট্টগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732184452-41656ea05e6502f4a279511c3a2dbf16.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চট্টগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/21/1449095" target="_blank"> </a></div> </div> <p>এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ জানান, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও মালামাল চুরির ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।</p>