<p>দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে শুরু হয়েছে কৃষকের বাজার ‘স্বস্তি’। এখানে সরাসরি কৃষক তাঁদের উত্পাদিত পণ্য সাধারণ মানুষের কাছে বিক্রি করছেন। </p> <p>বুধবার (১৩ নভেম্বর) সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্বরে এই বাজারের উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। এ সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন উপস্থিত ছিলেন। এখানে কৃষকের কাছ থেকে ক্রেতারা সরাসরি কৃষিপণ্য ক্রয় করতে পারবেন। কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। বাজারের চেয়ে কম মূল্যে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতে কিভাবে কেটেছে শেখ হাসিনার ১০০ দিন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731490730-de2d631cf64ae96008bc39b9fe6bc5f9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতে কিভাবে কেটেছে শেখ হাসিনার ১০০ দিন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/13/1446164" target="_blank"> </a></div> </div> <p>সদর উপজেলার ভিমরুলী গ্রামের কৃষক মনতোষ হালদার বলেন, “আমরা মাঠ থেকে কৃষিপণ্য পাইকারদের কাছে বিক্রি করতাম। এতে আমরা ন্যায্য মূল্য পেতাম না। সেই কৃষিপণ্যই বাজারে দ্বিগুণ দামে বিক্রি করা হতো। এখন কৃষকের বাজার ‘স্বস্তি’ করায় কম মূল্যে কৃষিপণ্য বিক্রি করলেও ভালো লাভ হবে। এতে ক্রেতারাও যেমন খুশি হবে, তেমনি কৃষকও বাঁচবে।” </p> <p>ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার বলেন, ‘কৃষক ও ক্রেতার মাঝখানে মধ্যস্বত্বভোগীরা মুনফা নিয়ে যায়। এটা যাতে না হয় সে জন্যই আমরা কৃষকের বাজার করেছি।’</p>