<p>চট্টগ্রামের কোতোয়ালি থানার হাজারী গলিতে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও এসিড নিক্ষেপের ঘটনায় চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) গভীর রাতে চট্টগ্রাম নগরীর লাভলেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p>চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, হাজারী গলিতে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও এসিড নিক্ষেপের ঘটনার তদন্ত করতে গিয়ে সুমন চৌধুরীর সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সুমন গত ৪ ও ৫ আগস্ট চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপরে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনার হওয়া এক মামলার এজাহারভুক্ত আসামি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স না বাড়ানোর ঘোষণা ডা. শাহাদাতের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731240734-63f9d0e95ffd8402c1f683365df54734.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স না বাড়ানোর ঘোষণা ডা. শাহাদাতের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/10/1445024" target="_blank"> </a></div> </div> <p>গত ৫ নভেম্বর ইসকনকে নিয়ে মো. ওসমান নামের একজন দোকানদার কর্তৃক ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নগরের হাজারী গলিতে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে ৫০০-৬০০ জন লোক জড়িত হয়ে দোকানিকে অবরোধ করে বিক্ষোভ করে ও দোকানে আক্রমণ করে। বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জনগণের জানমাল রক্ষার্থে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা করা হয়। এতে পুলিশ ও সেনাবাহিনীর ১৪ জন সদস্য আহত হন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেপ্তার করে। ঘটনার পরদিন নগর পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে ঘটনার সঙ্গে সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সদস্যরা জড়িত বলে জানানো হয়।</p>