<p style="text-align:justify">অন্তর্বর্তী সরকারে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখান থেকে তারা মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়ে মডার্ন মোড়ে যান। বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন।</p> <p style="text-align:justify">এ সময় তারা কোটা সংস্কার আন্দোলনের নেতা ও জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও সারজিস আলমকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করার দাবি জানান। একই সঙ্গে রংপুর বিভাগ থেকে পাঁচজন এবং রাজশাহী বিভাগ থেকে পাঁচজন উপদেষ্টার দাবি করেন শিক্ষার্থীরা।</p> <p style="text-align:justify">সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, শহীদ আবু সাঈদের রক্তে রঞ্জিত উত্তরবঙ্গের প্রতি বৈষম্য বন্ধ করা না হলে বৃহত্তর রংপুর ও রাজশাহী বিভাগের মানুষ আবারও রাজপথে নামতে বাধ্য হবে। অবহেলিত এই অঞ্চলের মানুষেরা আন্দোলন-সংগ্রাম করে জীবন দেওয়ার পরও কেন বৈষম্যের শিকার। শুধু কি চট্টগ্রাম-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকাসহ দক্ষিণ অঞ্চল থেকে উপদেষ্টা খুঁজে পাওয়া যায়? রংপুর-রাজশাহী বিভাগ থেকে কেন উপদেষ্টা রাখা হচ্ছে না? কাদের ইশারায় আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত ও বিতর্কিতরা উপদেষ্টা হচ্ছেন। আর কারাই বা রংপুরকে পেছনে ফেলে রাখার ষড়যন্ত্র করছেন, তা উত্তরবঙ্গের মানুষ জানতে চায়।</p> <p style="text-align:justify">বুধবার সরকারি অফিস চলাকালীন উপদেষ্টা নিয়োগের ব্যাপারে ইতিবাচক বার্তা না পেলে সারা দেশের সঙ্গে রংপুর বিভাগের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।</p>