<p>নোয়াখালীর সুবর্ণচরে ছেলের মামলা ও নির্যাতনে পাঁচ দিন ধরে বাড়িছাড়া মা আয়েশা আক্তার (৭৯)। আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে। এই অভিযোগে মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের এক আত্মীয়ের বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই বৃদ্ধা। </p> <p>আয়েশা আক্তার উপজেলার চরজুবলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরজুবলী গ্রামের মৃত হাজী সিদ্দিক উল্যার স্ত্রী।</p> <p>সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ‘আমার দুই ছেলে ও পাঁচ মেয়ে। স্বামীর মৃত্যুর পর থেকে বড় ছেলে ফয়েজ উল্যাহ আমাকে প্রতিনিয়ত মানসিক ও শারীরিক নির্যাতন করেই চলছে। বড় ছেলেকে তার বাবা সুবর্ণচরে মোটরসাইকেল শোরুম ও ডিলার ব্যবসা ধরিয়ে দেন। সে ব্যবসায় দেড় কোটি টাকা লোকসান করে। পরবর্তীতে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যবসা টিকিয়ে রাখতে আমার অনুরোধে তার বাবা গ্যারান্টার হয়ে ইসলামী ব্যাংকের সুবর্ণচর শাখা থেকে ২৫ লাখ টাকা সিসি লোন নিয়ে দেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছেলের ‘অপরাধে’ মাকে লাঠিপেটা করলেন ইউপি সদস্য" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730028896-fb9a72d6fb71b9480be569f20979b1ff.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছেলের ‘অপরাধে’ মাকে লাঠিপেটা করলেন ইউপি সদস্য</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/27/1439733" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, এক বছর পর সিসি লোন না দিয়ে ব্যাংকের অফিসারের যোগসাজশে স্বাক্ষর জাল করে লোন বর্ধিত করেন। বিষয়টি জানতে পেরে তার বাবা দুর্নীতি কমিশনসহ বিভিন্নস্থানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ দেন। এ নিয়ে একাধিক পত্রিকায় খবর প্রকাশিত হলে ফয়েজ উল্যার ইন্ধনে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ কোনো নোটিশ ছাড়াই দোকান ভিটি নিলামের নোটিশ দেয়।</p> <p>আয়েশা বেগম বলেন, ‘এক পর্যায়ে সব ওয়ারিশসহ জমি বিক্রি করে সুদসহ ব্যাংকের ৩৮ লাখ টাকা পরিশোধ করি। তবু দোকান ভিটি থেকে যায় ফয়েজের দখলে। দোকান ভাড়ার ২৬ হাজার টাকাও দীর্ঘদিন থেকে সে ভোগ করছে। সবার অজান্তে দুই বোনকে নিয়ে ওয়ারিশি সম্পত্তি ৪০ লাখ টাকায় বিক্রি করে দেয় সে। বিষয়টি জানাজানি হলে আবার সম্পত্তি নিয়ে পারিবারিক ঝগড়ার সূত্রপাত হয়। আমার মাসে ৮-১০ হাজার টাকার ওষুধ লাগত। তা চাইলে সে তার স্ত্রী পপির কথা শুনে আমাকে মারধর করত। স্বামীর সূত্রে পাওয়া সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্যও আমার ওপর শারীরিক অত্যাচার করে সে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে জেল খাটায় আমাকে। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের ব্যবহার করে মানববন্ধন করিয়ে মিথ্যাচার করে।’  </p> <p>এ সময় তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘পূর্বের ঘটনায় যদি আমার ছেলের বিচার হতো, তাহলে সে আজ আমাকে বাড়িছাড়া করার সাহস পেত না। সরকার ও প্রশাসনের কাছে তার যথাযথ বিচার চাই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/07/1728295972-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/07/1432745" target="_blank"> </a></div> </div> <p>চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, বৃদ্ধা মা তার দুই ছেলেসহ এক বাড়িতে বসবান করেন। ঘর তোলাকে কেন্দ্র করে ওই বৃদ্ধা নারীর বড় ছেলে মারধরের শিকার হন। এ ঘটনায় মাসহ চারজনকে আসামিকে করে মামলা করেন ভুক্তভোগীর স্ত্রী। ওই মামলায় মাসহ দুজনকে আদালতে হাজির করে পুলিশ। বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে বৃদ্ধা মা জামিনে আসেন।</p>