<p>ফরিদপুরের ভাঙ্গায় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞাকে (৫৫) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগের মামলায় গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। রবিবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে তাকে আলগী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।</p> <p>ম ম সিদ্দিক মিঞা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সারসাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।</p> <p>ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, আলগী ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে ভাঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আ. লীগের প্রতি ন্যূনতম সহানুভূতি দেখাবেন না : রাশেদ খাঁন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731251614-4cdf551601d6c7f9abbd061ebd247d38.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আ. লীগের প্রতি ন্যূনতম সহানুভূতি দেখাবেন না : রাশেদ খাঁন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/10/1445068" target="_blank"> </a></div> </div> <p>উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বরের ভাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে তাসকিন রাজু বাদী হয়ে ভাঙ্গা থানায় ১১০ জনকে আসামি করে একটি মামলা করেন। সিদ্দিক মিঞা ওই মামলায়  ১১ নম্বর আসামি।</p>