<p>কুমিল্লার নাঙ্গলকোটে ঢালুয়া হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজের ল্যাব সহকারী মিয়াজী জাকির হাসান জনি ২০২৩ সালের ২৭ জুলাই থেকে ইতালিতে বসবাস শুরু করেছেন। কিন্তু হাজিরা খাতায় উপস্থিত দেখিয়ে প্রতিমাসে বেতন উঠিয়ে নিচ্ছেন তার মামা কলেজ অধ্যক্ষ। এমন অভিযোগ উঠেছে অধ্যক্ষ মীর জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে।</p> <p>অভিযুক্ত অধ্যক্ষ মীর জাহাঙ্গীর হোসেন উপজেলার মৌকরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। জনি ও অধ্যক্ষ আপন মামা-ভাগনে হওয়ায় এ ব্যাপারে কেউ মুখ খুলতে সাহস পান না বলে জানিয়েছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা। বিষয়টি জানাজানি হলে এলাকায় অধ্যক্ষের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে। </p> <p>এছাড়াও ওই অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, শিক্ষক-শিক্ষার্থী ও গর্ভণিং বডির সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে। বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে প্রতিষ্ঠানের প্রধান ফটকে এবং তার কক্ষে আটক রেখে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে বলে জানা গেছে।</p> <p>অভিযোগ রয়েছে, ইউনিয়ন যুবলীগের সাবেক এ সভাপতি আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে ওই কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ নেন। বিধিবহির্ভূত নিয়োগের অপরাধে ওই সময় গর্ভণিং বডির সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়। তবে সরকার দলীয় নেতা হওয়ায় উচ্চমহলের নির্দেশে ১৭ মাস পর তাকে পুনর্বহাল করা হয়। এরপর থেকেই ওই কলেজের বিভিন্ন পদে নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তার ভাগনেকে নিয়োগ দিয়েছেন ল্যাব সহকারী হিসেবে। সেই ভাগনে বিদেশে চলে গেলেও হাজিরা খাতায় উপস্থিত দেখিয়ে তার বেতন তুলে নিচ্ছেন তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুমিল্লার নিমসারে খাজনা আদায় ও চাঁদাবাজি বন্ধ ঘোষণা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730035686-d5f5375ca7d5f6d062f62e5aa9333caa.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুমিল্লার নিমসারে খাজনা আদায় ও চাঁদাবাজি বন্ধ ঘোষণা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/27/1439759" target="_blank"> </a></div> </div> <p>কলেজ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি ভেঙ্গে দেওয়ার পর ওই কলেজের এডহক কমিটি হয়। ওই কমিটিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শাহজাহান সাজুকে সভাপতি করা হয়। অ্যাডভোকেট শাহজাহান সাজু কলেজের প্রথম সভার রেজুল্যুশনে স্বাক্ষর করতে গেলেই বিষয়টি নিয়ে বিপত্তি বাঁধে। এর পর থেকেই বিষয়টি জনসম্মুখে আসে। এছাড়াও অধ্যক্ষ প্রতিমাসে কলেজের ফান্ড থেকে ১০ হাজার টাকা অতিরিক্ত গ্রহণ করেন তিনি এবং শিক্ষকদের বঞ্চিত করে কলেজের চতুর্থ শ্রেণীর আওয়ামী লীগ দলীয় ৩ কর্মচারীকে কলেজ ফান্ড থেকে ৪ হাজার টাকা করে প্রতি মাসে দেন। </p> <p>এ বিষয়ে অভিযুক্ত কলেজ অধ্যক্ষ মীর জাহাঙ্গীর হোসেন মোবাইল ফোনে বলেন, গভর্নিং বডি তাকে ছুটি দিয়েছে, সে ছুটি নিয়ে ইতালি গেছে। সে সময় তার থেকে অব্যাহতিপত্র নেওয়া হয়েছে। তাকে কন্ডিশন দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সে ফিরে না আসলে তার পদত্যাগপত্র গ্রহণ করা হবে এবং তাকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হবে। যেহেতু বহিষ্কার করা অনেক ঝামেলার বিষয়, তাই তাকে ছুটি দেওয়ার সময় তার কাছ থেকে পদত্যাগপত্র নেওয়া হয়েছে। সে নির্দিষ্ট সময়ে না আসায় এখন তার বেতন ভাতা বন্ধ।</p> <p>মিয়াজী জাকির হাসান জনি কত দিনের ছুটিতে ছিলেন, কবে তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে? জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। পরে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নাঙ্গলকোটে যুবদল নেতাকে কুপিয়ে জখম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730226451-7631d0235d6bb2ebc8ea96be391d9325.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নাঙ্গলকোটে যুবদল নেতাকে কুপিয়ে জখম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/30/1440662" target="_blank"> </a></div> </div> <p>এ ব্যাপারে হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি (এডহক) অ্যাডভোকেট শাহজাহান সাজু বলেন, ‘কলেজ অধ্যক্ষ তার আপন ভাগনেকে ল্যাব সহকারী মিয়াজী জাকির হাসান জনিকে অব্যাহতি দিয়েছেন বলে আমাকে জানালেও কোনো পদত্যাগপত্র দেখাতে পারেননি। তাছাড়া কলেজের বিভিন্ন হিসাব ও নথিপত্রের বিষয়ে তাকে কলেজ গভর্নিং বডির সভায় প্রশ্ন করলে তিনি সেগুলো তার বাড়িতে রেখেছেন বলে জানান। এরপর থেকে কলেজের ডকুমেন্টগুলো হাজির করার জন্য বলা হলেও তিনি হাজির করেননি। এসব বিষয় এবং কলেজের বিভিন্ন খরচ বিষয়ে পরবর্তী সভায় প্রশ্ন করলে তিনি খুব অভদ্র আচরণ করেন।’ </p> <p>এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নাঙ্গলকোটে বিএনপির অফিস ভাঙচুর, ওসি-মেয়রসহ ২১৬ জনের বিরুদ্ধে মামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/29/1724947958-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নাঙ্গলকোটে বিএনপির অফিস ভাঙচুর, ওসি-মেয়রসহ ২১৬ জনের বিরুদ্ধে মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/08/29/1420108" target="_blank"> </a></div> </div> <p>উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কলেজ সভাপতির সাথে কথা বলব এবং খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’</p>