<p>যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধ এলাকা পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দুঃখ একটাই যে সমস্যা সমাধানে বিগত সরকার আন্তরিক ছিল না। যে কারণে পূর্বের তুলনায় সমস্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। </p> <p>তিনি আরো বলেন, ‌'বিগত সময়ের মত পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন সংস্থার মতা-মতে নয়। এবার ভুক্তভোগীদের পরামর্শ নিয়ে প্রকল্প অনুযায়ী কাজ করা হবে। যাতে আর শুনতে না হয় ভবদহ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সরেজমিনে এসে দেখছি এ অঞ্চলের মানুষের সাহায্যের প্রয়োজন। তারা যুগ যুগ ধরে এ সমস্যার ভুক্তভোগী।'</p> <p>বিভিন্ন সংস্থার ঋণ আদায় ও অবৈধ দখলের বিষয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলাবদ্ধ এলাকায় ঋণ শিথিল করা হবে। এ ছাড়া বিগত সময়ে ভবদহের বিভিন্ন প্রকল্পের দুর্নীতি খতিয়ে দেখা হবে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার নতুন প্রকল্প যাতে স্বচ্ছতার সঙ্গে হয় সেই বিষয়ে ভুক্তভোগী ও ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি করা হবে। এ অঞ্চলে অবৈধভাবে সরকারি খাল দখলমুক্ত করা হবে। একই সঙ্গে মৎস্যঘের মালিকদের নীতিমালা মেনে মাছচাষ করতে হবে। সাধারণ মানুষের জীবন-জীবিকা জিম্মি করে মাছের ঘের হতে পারে না। যারা অবৈধভাবে মাছের ঘের চালাচ্ছেন, তাদের ওইসব ঘের সরাতে হবে। আর এসব মুক্ত করতে জেলা প্রশাসন কাজ করবে। ভবদহের সমস্যা সমাধানে আমরা আন্তরিক।</p> <p>রবিবার (১০ নভেম্বর) যশোরের অভয়নগর উপজেলার আমডাঙ্গা খাল, সুন্দলী ইউনিয়ন, বিল কপালিয়া ও ভবদহ ২১ ভেন্ট স্লুইস গেট পরিদর্শন করেন সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা, যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম।</p>