<p>নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদিরকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) সকালে শহরের পাইকারী ব্যবসা কেন্দ্র নিতাইগঞ্জের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।</p> <p>এদিন বিকেলেই তাকে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নগরের চাষাঢ়া এলাকায় নিহত গার্মেন্টস শ্রমিক বদিউজ্জামান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পুলিশের পক্ষ থেকে রিমান্ড এবং আসামির পক্ষে জামিন শুনানির আবেদন না করায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। এ মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২৭ নভেম্বর।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আ. লীগের নেতৃত্ব দিতে যে শর্ত দিলেন সোহেল তাজ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731230921-b6bbb3fa5b9f22b8aea3811a59cabf6d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আ. লীগের নেতৃত্ব দিতে যে শর্ত দিলেন সোহেল তাজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/10/1444960" target="_blank"> </a></div> </div> <p><br />  <br /> গ্রেপ্তার আবদুল কাদির জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ভগ্নিপতি।<br />  <br /> নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান বলেন, বদিউজ্জামান নিহতের ঘটনায় তার স্ত্রী আদুরী খাতুন বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর সদর মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, আবদুল কাদিরসহ ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো অনেকের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন।<br />  <br /> নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আবদুল কাদিরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বদিউজ্জামান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি এ মামলার এজাহারনামীয় আসামি।</p>