<p>বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে মইনউদ্দিন-ফখরুদ্দীন। এমন মন্তব্য করে আইনি প্রক্রিয়ায় দেশে এনে তাদেরও মেরুদণ্ড ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।</p> <p>শনিবার (৯ নভেম্বর) বিকেলে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবিতে গণজমায়েতে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p>তিনি বলেন, তৎকালীন ওয়ান-ইলেভেনের প্রেতাত্মারা তারেক জিয়াকে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন করে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারেক জিয়ার বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘আপনে যোগাযোগ কইরেন, চার্জশিট থেকে নাম কেটে দিমুনি’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731158940-af453762cba465b79f4976a4ac2a57ef.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘আপনে যোগাযোগ কইরেন, চার্জশিট থেকে নাম কেটে দিমুনি’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/09/1444652" target="_blank"> </a></div> </div> <p>সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে গণজমায়েতে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।</p>