<p>মৌলভীবাজারের বড়লেখায় ব্যবসায়ী সিরাজ মিয়াকে (৬০) কুপিয়ে ২ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ নভেম্বর) রাতে উপজেলার আদিত্যের মহাল এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।</p> <p>স্থানীয়রা জানান, সিরাজ মিয়া দীর্ঘদিন ধরে বড়লেখা সরকারি কলেজের সামনে ইট-বালুর ব্যবসা করেন। প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মুখোশ পরিহিত কয়েকজন দুর্বৃত্ত তাকে একা পেয়ে ঘিরে ধরেন। পরে দা দিয়ে কুপিয়ে তার সঙ্গে থাকা ২ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা সটকে পড়েন। পরে স্থানীয়রা সিরাজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘আপনে যোগাযোগ কইরেন, চার্জশিট থেকে নাম কেটে দিমুনি’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731158940-af453762cba465b79f4976a4ac2a57ef.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘আপনে যোগাযোগ কইরেন, চার্জশিট থেকে নাম কেটে দিমুনি’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/09/1444652" target="_blank"> </a></div> </div> <p>বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম বলেন, ‘ঘটনাটি শুনেছেন। তবে এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’</p>