<p>গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এবং তিন সাঁওতাল হত্যার অষ্টম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৬ নভেম্বর) দুপুরে গাইবান্ধা নাট্য সংস্থার মুক্তমঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতেই শহীদ সাঁওতাল ও বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।</p> <p>সমাবেশ শেষে অধিকার ও দাবি সংবলিত ব্যানার, ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য মিছিলসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। </p> <p>আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ ও নাগরিক সংগঠন জন উদ্যোগ যৌথভাবে কর্মসূচি পালন করে।</p> <p>উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর মহিমাগঞ্জ সুগার মিল কর্তৃপক্ষ সাঁওতালদের উচ্ছেদ করতে গেলে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের দফায় দফায় সংঘর্ষে ৩০ জন সাঁওতাল আহত হয়। তাদের মধ্যে তিন সাঁওতাল মঙ্গল মারডি, রমেশ টুডু ও শ্যামল হেমব্রম মারা যায়। পুড়িয়ে দেওয়া হয় সাঁওতালদের ঘরবাড়ি।</p>