<p style="text-align:justify">যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চার বছরের এক শিশু আহত হয়েছে।</p> <p style="text-align:justify">রবিবার (৩ নভেম্বর) সকাল ৮টার দিকে জেলা শহরের বকচর জামিয়া মাদ্রাসার সামনে মোটরসাইকেল ও একটি সাইকেলের সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুপুরের দিকে দুইজনই মারা যান। তারা হলেন- মোটরসাইকেলচালক মেহেদী হাসান রনি (২৪) ও সাইকেলচালক আব্দুল্লাহ (৩৫)। রনি সদর উপজেলার পশুয়া গ্রামের নুর ইসলামের ছেলে। আর আব্দুল্লাহ শহরের ঝুমঝুমপুর এলাকার শুকুর মিয়ার ছেলে।</p> <p style="text-align:justify">যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানিয়েছেন, মাথায় আঘাতজনিত কারণে এই দুইজনের মৃত্যু হয়েছে।</p> <p style="text-align:justify">অন্যদিকে, সকাল ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার হাজিরালী গ্রামে ব্যাটারিচালিত ভ্যানের ওপর থেকে রাস্তায় ছিটকে পড়ে রোজিনা খাতুন নামে এক গৃহবধূ ও তার চার বছরের মেয়ে রাজিয়া আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে যশোর হাসপাতালে স্থানান্তর করতে বলেন। বিকেল পৌনে ৩টার দিকে মা-মেয়েকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক রোজিনা খাতুনকে মৃত ঘোষণা করেন। মেয়ে রাজিয়ার অবস্থার উন্নতি হওয়ায় তাকে বাড়িতে পাঠানো হয়েছে। চিকিৎসক বিচিত্র মল্লিক এতথ্য নিশ্চিত করেছেন।</p>