<p>পাবনার চাটমোহরে অপহৃত মাদরাসাছাত্র রমজান আলীকে (১৩) উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় অপহরণকারী চক্রের সদস্য মেহেদী হাসান সাগরকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাতে ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করা হয়। আর রবিবার দুপুরে ঈশ্বরদী রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অপহরণকারীকে।</p> <p>রবিবার (৩ নভেম্বর) দুপুরে পাবনা র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।</p> <p>অপহৃত শিক্ষার্থীর রমজান আলী চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামের আকু মোল্লার ছেলে ও চড়ইকোল দাখিল মাদরাসার ৫ম শ্রেণির ছাত্র।</p> <p>আর গ্রেপ্তারকৃত অপহরণকারী হলেন, নওগাঁ সদর উপজেলার দুবলাহাটি গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে মেহেদি হাসান সাগর (২৫)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হাসিনার বিবৃতিকে ‘ভণ্ডামি’ বললেন সোহেল তাজ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730636107-9e8a01bfb2c96c61eda1158eb7452e8d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হাসিনার বিবৃতিকে ‘ভণ্ডামি’ বললেন সোহেল তাজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/03/1442297" target="_blank"> </a></div> </div> <p>র‌্যাব কমান্ডার বলেন, রমজান আটঘরিয়া থানাধীন তার নানা বাড়ি যাওয়ার কথা বলে বুধবার নিজ বাড়ি থেকে বের হয়। ঐদিন সন্ধ্যায় ভিকটিমের পরিবার জানতে পারে রমজান আলী তার নানা বাড়ি যায়নি। অনেক খোঁজাখুঁজির পর ওইদিনই রাতে অজ্ঞাতনামা মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের মাকে তার ছেলেকে ফিরে পেতে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।</p> <p>এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা ময়না খাতুন বাদী হয়ে বৃহস্পতিবার চাটমোহর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে রমজান আলীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730634738-f16c476ab75bbea0a4ddfeaea4738cf8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/03/1442288" target="_blank"> </a></div> </div> <p>এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-২ পাবনা ও সিপিএসসি বগুড়ার একটি যৌথ আভিযানিক দল বড়াল ব্রিজ এলাকা হতে অপহৃতকে উদ্ধার করতে সক্ষম হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা কৌশলে পালিয়ে যান।</p> <p>রবিবার দুপুরে ঈশ্বরদী রেলস্টেশন এলাকা থেকে অপহরণকারী চক্রের এক সদস্য মেহেদি হাসান সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধারকৃত ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অপহরণকারীকে চাটমোহর থানায় সোপর্দ করা হয়েছে। </p>