<p>মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জিয়াব উদ্দিন (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে বড়লেখা পৌরশহরের পাখিয়ালা এলাকায় বড়লেখা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।</p> <p>নিহত জিয়াব উপজেলার উত্তর কাঠালতলী গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আপ্তাব আলীর ছেলে। জিয়াব তিন কন্যা সন্তানের জনক।</p> <p>পারিবারিক সূত্রে জানা গেছে, জিয়াব দীর্ঘদিন ধরে কাতারে ছিলেন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে আসেন। দেশে এসে উন্নতজাতের গাভী কিনে তা লালন-পালন শুরু করেন। পাশপাশি গাভীর দুধ সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিক্রি করতেন। প্রতিদিনের মতো আজ রবিবার সকালে গাভীর দুধ সংগ্রহের পর তা বিপণনের উদ্দেশে তিনি বাড়ি থেকে মোটরসাইকেলে রওয়ানা দেন। বড়লেখা পৌরশহরের পাখিয়ালা এলাকায় পৌঁছামাত্র তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে জিয়াব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াবকে মৃত ঘোষণা করেন।</p> <p>নিহত জিয়াবের ছোটভাই কাতার প্রবাসী আরিফ হোসেন বলেন, ‘ভাই সম্প্রতি ছুটিতে দেশে আসেন। আবারও তিনি কাতারে ফেরার কথা ছিল। কিন্তু আজ দুর্ঘটনায় তিনি প্রাণ হারালেন। এভাবে তিনি মারা যাবেন তা ঘুণাক্ষরেও ভাবিনি। ভাইরে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।’</p> <p>বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত প্রবাসীর পরিবারের কোনো অভিযোগ নেই। তাই তারা লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য এডিএমের কাছে আবেদন করেছেন। অনুমতি পাওয়া গেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’</p>