<p>আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যে দিয়ে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে শুরু হচ্ছে তিন দিনের জেলা ইজতেমা। এতে পাঁচ উপজেলায় প্রায় ৫০ হাজার মুসল্লি ছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তাবলিগ জামাতের ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেবেন। এবারের ইজতেমায় বয়ান করবেন রাজধানীর কাকরাইল মসজিদের ১০ আলেম। গতকাল বুধবার সকাল থেকেই মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেন।</p> <p>ইজতেমা বাস্তবায়ন কমিটি জানিয়েছে, টঙ্গীর বিশ্ব ইজতেমার পর লালমনিরহাট জেলা ইজতেমা উত্তরাঞ্চলে মুসলমানদের সবচেয়ে বড় জমায়েত। কয়েক বছর ধরেই এখানে জেলা ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। </p> <p>মুসল্লিদের জন্য অজু, গোসলখানাসহ পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্যসেবায় বিনা মূল্যে একাধিক মেডিক্যাল টিম কাজ করবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি দুই শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করবেন।</p> <p>ইজতেমা মাঠের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে সদর থানার ওসি ওমর ফারুক বলেন, ‘ইজতেমা ময়দানে সার্বক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন থাকবে।’ </p> <p>আগামী ৫ অক্টোবর আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।</p>