<p style="text-align:justify">ছুটিতে বাড়িতে বেড়াতে এসে নাটোরের নলডাঙ্গায় রাকিবুল ইসলাম নামের এক সেনা সদস্য প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বাঁশভাগ স্লুইস গেট বাজারে হামলার শিকার হন তিনি। </p> <p style="text-align:justify">এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিলে সন্ধ্যায় ওই সেনা সদস্যের বাড়িতে প্রতিপক্ষ আলম হোসেন ও তার দলবল নিয়ে আপস করার চাপ দেওয়া হয়। আপস না করলে বাড়িঘরে হামলা চালানোর হুমকি দেয় প্রতিপক্ষরা।</p> <p style="text-align:justify">আহত সেনাবাহিনী সদস্য রাকিবুল ইসলাম (২৪) উপজেলার বাঁশভাগ গ্রামের হাসেম আলীর ছেলে ও বগুড়া ক্যান্টনমেন্টে সদস্য পদে কর্মরত আছেন। প্রতিপক্ষ আলম হোসেন (৩৮) উপজেলার একই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইজারা নিয়ে দ্বন্দ্ব, ধাওয়া খেয়ে পালালেন আ. লীগ নেতার আত্মীয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/02/1727875149-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইজারা নিয়ে দ্বন্দ্ব, ধাওয়া খেয়ে পালালেন আ. লীগ নেতার আত্মীয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/02/1431132" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">নলডাঙ্গা থানায় করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ছুটিতে বাড়ি আসা সেনা সদস্য রাকিবুল ইসলাম বাড়ির পাশে বাঁশভাগ স্লুইসগেট বাজারে যান। এ সময় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ আলম হোসেন সেনা সদস্য রাকিবুল ইসলামের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন। এতে তার নাক দিয়ে রক্ত বের হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে এ ঘটনায় তার ভাই নাজমুল হোসেন নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন।</p> <p style="text-align:justify">নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’</p>