<p>জামালপুর জেলা কারাগারে বিদ্রোহ করে বের হওয়ার সময় কারারক্ষীদের গুলিতে আহত আবু সুফিয়ান (২০) নামের এক কারাবন্দির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাত ২টা ৪০ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রায় দুই মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করেন তিনি।</p> <p>সুফিয়ান জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আইরমারী বটতলা গ্রামের আব্দুল মালেকর (খোকা) ছেলে।</p> <p>৮ আগস্ট বিদ্রোহ করে পালানোর চেষ্টা করেন কারাবন্দিরা। তাদের পালানোর সময় গুলি করেন কারারক্ষীরা। ওই দিন সাতজন কারাবন্দির মৃত্যু হয় এবং ১৯ জন আহত হন।</p> <p>জামালপুর জেলা কারাগারে সাবেক জেলার আবু ফাতাহ বলেন, সুফিয়ান কারাবন্দি আন্দোলনের একজন লিডার ছিলেন। তিনিসহ সাতজন আহত হয়েছিলেন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।</p> <p>জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ শাখা-২-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, সুফিয়ানকে ১৫ এপ্রিল ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়। পরে ১৬ এপ্রিল আদালতে ১৪৪ ধারায় জবানবন্দি দেন তিনি। পরে আদালত তাকে জেল দেন।</p>