<p>কুমিল্লার লালমাইয়ে মসজিদে যাতায়াতের শত বছরের পুরনো পথ বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাইতুল আমান জামে মসজিদের মুসল্লিরা। এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।</p> <p>গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। </p> <p>আজ রবিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নিশ্চিন্তপুর গ্রামের একমাত্র মসজিদটিতে উত্তরপাড়ার মুসল্লিদের যাতায়াতের শত বছরের পুরনো পথের দুই মাথায় টিন ও বাঁশ দিয়ে বেড়া দেওয়া রয়েছে। বেড়ার ভেতর দিয়ে মসজিদে যেতে পারছেন না কোনো মুসল্লি। কেউ কেউ গ্রামের অন্য পথ দিয়ে দেড় কিলোমিটার ঘুরে পাশ্ববর্তী জগতপুর গ্রামের মসজিদে গিয়ে নামাজ পড়ছেন।  </p> <p>এদিকে এ ঘটনায় ঘটনায় মুসল্লিদের পক্ষে বিচার চেয়ে লালমাই থানায় লিখিত অভিযোগ করেছেন নিশ্চিন্তপুর গ্রামের অহিদুর রহমানের ছেলে এনায়েত হোসেন। অভিযোগে তিনি নিশ্চিন্তপুর গ্রামের আলী আকবরের ছেলে মো. নজির, আক্তার হোসেন, জাকির হোসেন বাবুল, আবদুল জাব্বার, আক্তার হোসেনের ছেলে মো. আহাদ, মৃত আবদুল মালেকের ছেলে শাহ আলম ও জাকির হোসেনের স্ত্রী সালমা আক্তারকে দায়ী করেছেন। </p> <p>মসজিদের মুসল্লি ও থানায় অভিযোগকারী এনায়েত হোসেন বলেন, আমার বাবা-দাদাদের কাছে শুনেছি, শত বছর ধরে এই পথেই আমাদের পাড়ার লোকজন মসজিদে যাতায়াত করে আসছে। অথচ ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে মসজিদে যাতায়াতের এই পথটি তারা বন্ধ করে দিয়েছে। আমরা গ্রামবাসী চাইলে পথের বেড়াটি খুলে ফেলতে পারতাম। কিন্তু আমরা তা করিনি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।</p> <p>অভিযুক্ত নিশ্চিন্তপুর গ্রামের জাকির হোসেন বাবুল বলেন, ‘মসজিদ ও কবরস্থানের একটি জমির ওপর দিয়ে আমাদের পেছনের জমিতে যাওয়ার জন্য একটি পথ তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু মসজিদ কমিটির লোকজন তা হতে দেয়নি। তারা ওই জমিতে নেটের বেড়া দিয়ে রেখেছে। তাই আমিও শুক্রবার বিকেলে মসজিদে যাওয়ার পথ বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছি। তাদের চলাচলের পথটি অনেক পুরনো হলেও খতিয়ানে পথটির মালিকানা আমাদের নামে।</p> <p>লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম বলেন, মসজিদে যাতায়াতের পথ বন্ধ করার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।<br />  </p>