<p>উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে আমন ধানের চারার তীব্র সংকট দেখা দিয়েছে। চলতি বর্ষা মৌসুমে অবিরাম ভারী বৃষ্টি ও অতি জোয়ারের জলাবদ্ধতায় কৃষি জমির বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সংকট সৃষ্টি হয়। এতে আমন আবাদ মৌসুমের সময় শেষ হলেও ৩০০ হেক্টরের বেশি কৃষকরা ধানের চারার সংকটে পড়েছেন। এ নিয়ে চাষিদের দুঃশ্চিন্ত বেড়েছে।</p> <p>বেতাগী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বেতাগী উপজেলা এ বছর ১০ হাজার ৫৫০ হেক্টর জমিতে আমন চাষ করা করা হয়। চলতি মৌসুমে টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় উপজেলার ১৫০ হেক্টর আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়। বীজ সংকটের কারণে আমন বীজ রোপণের মৌসুম গত এক সপ্তাহ আগে শেষ হলেও ৩০০ হেক্টরের বেশি অনাবাদী রয়েছে।</p> <p>বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চাষি মো. স্বপন মোল্লা, বেতাগী সদর ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের চাষি আব্দুর রহমান ও আব্দুল জলিল বলেন, ‘বৃষ্টি ও জলাবদ্ধতায় তাদের চরম ক্ষতি হয়েছে। ধান চাষের সময় হলেও চারা মিলছে না কোথাও। এই কারণে আমন মৌসুমে অনেক জমি ফাঁকা থেকে যায়।’</p> <p>বেতাগী উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ বলেন, ‘সম্প্রতি অতিবৃষ্টির ফলে আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় রিমালে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অনেক বীজতলা নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে উপজেলা কৃষি অফিস থেকে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে প্রান্তিক চাষিদের বীজ সংকট কাটিয়ে উঠতে উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।’</p>