<p>স্বপ্নের দেশ ইতালি যেতে ট্রলারে রওনা দেন নরসিংদীর রায়পুরা উপজেলার যুবক ইবনে ইশতিয়াক হাসান ইমরান (৩২)। দেশটিতে ঠিকই পৌঁছে যান তিনি।</p> <p>তবে জীবিত নয়, লাশ হয়ে। ১৭ জুন ইমরানসহ ৯ বাংলাদেশি ভূমধ্যসাগরে ট্রলারের তেলের ট্যাংক বিস্ফোরণে মারা যান। সেখানে একটি শহরে তাকে দাফন করা হয়। পরে দূতাবাসের সহযোগিতায় ইতালিপ্রবাসী এক বাংলাদেশি মাটি খুঁড়ে লাশ উত্তোলন করানোর ব্যবস্থা করেন। ঘটনার তিন মাস ১১ দিন পর বিমানযোগে ইমরানের কফিনবন্দি লাশ দেশে এসেছে। </p> <p>শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ইতালি থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ইমরানের কফিনবন্দি লাশ। তার লাশ আনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। <br /> ইমরান উপজেলার মুছাপুর ইউনিয়নের রামনগর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।</p> <p>ইতালির নরসিংদী জেলা সমিতির সভাপতি আল মাহমুদ রফিক মোবাইল ফোনে কালের কণ্ঠকে জানান, ইমরান ছিলেন দেশটিতে অনুপ্রবেশকারী। এই কারণে দূতাবাসকে না জানিয়েই লাশ মাটি দেওয়া হয়।</p>